Ranji Trophy: রাহানের নেতৃত্বে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে খেলবেন রোহিত, জয়সওয়াল, শ্রেয়স
Rohit Sharma: টেস্ট ফর্ম্য়াটে রোহিতের ওপেনিং পার্টনার তরুণ যশস্বী জয়সওয়ালকেও দেখা যাবে মুম্বই দলের জার্সিতে রঞ্জি ট্রফিতে খেলতে। ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবেই তাঁরা খেলবেন।

মুম্বই: রঞ্জি ট্রফিতে খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ১৭ সদস্যের মুম্বই দল ঘোষণা করা হয়েছে। রঞ্জিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। একই সঙ্গে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে মুস্তাক আলিতে দলকে নেতৃত্ব দেওয়া শ্রেয়স আইয়ার। টেস্ট ফর্ম্য়াটে রোহিতের ওপেনিং পার্টনার তরুণ যশস্বী জয়সওয়ালকেও দেখা যাবে মুম্বই দলের জার্সিতে রঞ্জি ট্রফিতে খেলতে।
আগামী ২৩ জানুয়ারি থেকে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নামবে মুম্বই। রোহিত কিছুদিন আগেই মুম্বই ক্রিকেট দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন। এমসিএ শরদ পাওয়া ক্রিকেট অ্য়াকাডেমির মাঠে ২ দল মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে একেবারেই ব্যাট হাতে ভাল পারফর্ম করতে পারেননি ভারত অধিনায়ক। এরপরই কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআইয়ের বৈঠকের পর চূড়ান্ত নির্দেশ দেওয়া হয় যে প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। সেই মতই যশস্বী জয়সওয়ালও রঞ্জি খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। জাতীয় দলে জার্সিতে খেলা ক্রিকেটারদের মধ্যে শার্দুল ঠাকুর, শিভম দুবেও রয়েছেন মুম্বই দলে। রোহিত ২০১৫ সালে শেষবার রঞ্জি ট্রফিতে খেলেছেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। প্রায় ১০ বছর পর ফের রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে রোহিতকে।
বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যর্থতার মাঝেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিতে শোনা গিয়েছিল। তারপর থেকেই অনেকেই রঞ্জি ট্রফিতে খেলতে নামবেন বলে শোনা যাচ্ছে। অধিনায়ক রোহিত শর্মা এর আগে মুম্বইয়ের রঞ্জি অনুশীলনে উপস্থিত ছিলেন। সেখানে নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারেন বটে। তবে ম্যাচে তাঁর খেলা নিশ্চিত ছিল না। কিন্তু তিনি নিজেই আজকে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলার কথা নিশ্চিক করে দেন।
অনেকদিন ধরেই জল্পনা-কল্পনার পর আজই চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াড ঘোষণার সাংবাদিক সম্মেলনেই রোহিত মুম্বইয়ের হয়ে খেলার কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেটারদের ঠাসা আন্তর্জাতিক সূচি ও ঘরোয়া ক্রিকেটের মধ্যে ভারসাম্য তৈরি করার প্রয়োজনীয়তার কথা জানান রোহিত। তারপরেই ভারতীয় অধিনায়ক নিজের রঞ্জিতে খেলার কথা নিশ্চিত করেন।
আরও পড়ুন: কেকেআর কেন তাঁকে ধরে রাখেনি? নাইট শিবিরে কি ঝামেলায় জড়িয়েছিলেন শ্রেয়স?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
