Ranji Trophy: রঞ্জি ট্রফির আগেই চমক, অনুষ্টুপকে সরিয়ে বাংলার অধিনায়ক করা হল অভিমন্যুকে, দলে আর কারা?
Eden Gardens: টিম ইন্ডিয়ার ছায়া এবার বাংলা ক্রিকেট দলেও। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অভিযান শুরু করার আগে হাতবদল করে ফেলা হল বাংলার নেতৃত্বের ব্যাটন।

সন্দীপ সরকার, কলকাতা: টিম ইন্ডিয়ার ছায়া এবার বাংলা ক্রিকেট দলেও। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অভিযান শুরু করার আগে হাতবদল করে ফেলা হল বাংলার নেতৃত্বের ব্যাটন।
আসন্ন রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। সেই সঙ্গে বড় দায়িত্ব পেলেন অভিষেক পোড়েলও (Abishek Porel)। তাঁকে বাংলার সহ অধিনায়ক করা হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নজরকাড়া পারফরম্যান্স। জাতীয় নির্বাচকদের নজরে রয়েছেন চন্দননগরের ক্রিকেটার। এবার ঘরোয়া ক্রিকেটে পেলেন গুরুদায়িত্ব।
১৫ অক্টোবর ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। বুধবার সন্ধ্যায় সিএবি-তে নির্বাচনী বৈঠকের পর ১৭ সদস্যের বাংলা দল ঘোষণা করা হল। বাংলার ক্রিকেটপ্রেমীদের পক্ষে সুখবর বলতে, সেই দলে রয়েছেন মহম্মদ শামি। এক সময় আন্তর্জাতিক ক্রিকেট কাঁপানো ডানহাতি পেসারকে প্রথম ম্যাচ থেকেই পাচ্ছে বাংলা। দলে রয়েছেন ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসা পেসার আকাশ দীপও।
অনুষ্টুপ মজুমদারকে (Anustup Majumdar) সরানো হল নেতৃত্ব থেকে। তাঁকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে রাখা হয়েছে দলে। ৪১ বছরের অনুষ্টুপ যে আজীবন খেলে যাবেন না এবং ভবিষ্যতের জন্য বাংলার অধিনায়ক তৈরি করার যোগ্য পরিকল্পনা নিয়েছে সিএবি, সে ব্যাপারে ময়দানের অনেকেই একমত। তবে শোনা গেল, নেতৃত্ব থেকে সরানো নিয়ে সিএবি-র তরফে অনুষ্টুপকে কিছু জানানো হয়নি। যা জেনে কেউ কেউ বিস্মিত। বাংলা ক্রিকেটের হাল হকিকত জানেন, এমন অনেকেই বলাবলি করছেন যে, অনুষ্টুপের যা অবদান, যেভাবে গত কয়েক মরশুম ধরে চাপের মুখে ব্যাট হাতে একা কুম্ভ হয়ে লড়াই করে চলেছেন, তাতে তাঁকে সরিয়ে নতুন কাউকে অধিনায়ক করার আগে একবার ব্যক্তিগত স্তরে জানানো যেত। অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত শর্মাকে ভারতের ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে শুভমন গিলকে দায়িত্ব দেওয়ার সঙ্গে বাংলার অধিনায়ক বদলের মিল খুঁজে পাচ্ছেন।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল অবশ্য নেতৃত্ব বদলের মধ্যে বিতর্কের কিছু দেখছেন না। লক্ষ্মীরতন বলছেন, 'অভিমন্যু ভারত এ দলকে নেতৃত্ব দিয়েছে। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া একটা ছেলেকে রাজ্য দলের অধিনায়ক করা ইতিবাচক সিদ্ধান্ত।' কেউ কেউ বলছেন, স্থানীয় ক্রিকেটে ক্লাব দলকেও নেতৃত্ব দেননি অনুষ্টুপ। গত কয়েক মরশুমে অধিনায়ক করে তাঁর ক্রিকেটীয় দক্ষতাকে প্রাপ্য সম্মান দিয়েছে সিএবি। এবার সামনে তাকানোর পালা।
সিএবি সচিব বাবলু কোলেও অভিমন্যুকে অধিনায়ক করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবেই দেখছেন। বললেন, 'বাংলা ক্রিকেটের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' শোনা গেল, অভিমন্যুকে অধিনায়ক ও অভিষেককে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
ক্রিকেট প্রশাসক হিসাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেই রঞ্জি ট্রফিতে ব্যর্থতার ছবি বদলাতে তৎপর সৌরভ।
নির্বাচিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার ও সহ অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিংহ, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরয সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত ও বিকাশ সিংহ।




















