Ranji Trophy: আকাশ দীপের ৫ উইকেট, হরিয়ানাকে ইনিংস ও ৫০ রানে হারিয়ে শেষ আটে বাংলা
Bengal Ranji Team: ইনিংসে ম্যাচ জেতায় বোনাস পয়েন্টও পেয়ে গেল বাংলা। দলের হয়ে পাঁচ উইকেট নিলেন আকাশ দীপ।
লাহলি: হরিয়ানার বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচ জয়ের আশা দেখছিল বাংলা দল (Bengal Ranji Team)। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের আগেই নিজেদের লক্ষ্যে সফল হল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। এক ইনিংস ও ৫০ রানের বিরাট ব্যবধানে জয় পেল বাংলা। ইনিংসে ম্যাচ জিতে বোনাস পয়েন্টও পেয়ে গেল বাংলা। দলের হয়ে পাঁচ পাঁচটি উইকেট নিলেন ফাস্ট বোলার আকাশ দীপ (Akash Deep)। প্রথম ইনিংসে হরিয়ানাকে ১৬৩ রানে অল আউট করার পর, দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে হরিয়ানাকে থামিয়ে দিল বাংলা।
শেষ আটে বাংলা
চলতি রঞ্জি (Ranji Trophy) মরসুমে বাংলা দল দুরন্ত ফর্মে রয়েছে। এই ম্যাচের আগে ইতিমধ্যেই একটি বোনাস পয়েন্টসহ মোট তিনটি ম্যাচ জিতেছিল বাংলা। যদিও এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে, তবে মরসুমের ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয়ের সুবাদে ৩২ পয়েন্ট নিয়ে রঞ্জির শেষ আটে পৌঁছে গেলেন মনোজরা। ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলা ৪১৯ রান তোলে। বাংলার হয়ে ফের একবার জ্বলে উঠে অনুষ্টুপ মজুমদারের ব্যাট। ১৪৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন বাংলার অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। অভিমন্যু ঈশ্বরণ ৫৭ রান করেন।
ম্যাচে ১০ উইকেট
প্রথম ইনিংসে আকাশ দীপ পাঁচ উইকেট নেন। হরিয়ানাকে ১৬৩ রানেই অল আউট হয়ে। হরিয়ানার হয়ে সুমিত কুমার ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন। বাংলা দল হরিয়ানাকে ফলো অন করার আমন্ত্রণ জানায়। ফলো অন করতে নেমে হরিয়ানার ওপেনাররা শুরুটা দুরন্তভাবে করেন। যুবরাজ সিংহ (৭৮) ও চৌতন্য বিষ্ণোই (৫৫) ওপেনিংয়ে ১২৯ রান যোগ করেন। তবে ওপেনাররা আউট হওয়ার পর হরিয়ানার মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়।
মিডল অর্ডারের ব্যর্থতার ফলেই ২০৬ রানে শেষ হয়ে যায় হরিয়ানার ইনিংস। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন আকাশ দীপ। মুকেশ কুমার নেন তিন উইকেট। ৭৭ রানে ১০ উইকেট হারায় হরিয়ানা। ১০ উইকেট নেওয়ায় স্বাভাবিকভাবেই ম্য়াচ সেরা নির্বাচিত হন আকাশ দীপ।
মেসিদের জয়
সৌদি আরবে বৃহস্পতিবার প্যারিস স জরমের বিরুদ্ধে সৌদি অল স্টার একাদশ (PSG vs Saudi All-Star XI) মুখোমুখি হলেও, ম্যাচটিকে কিন্তু আদপে লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) লড়াই হিসাবেই দেখা যাচ্ছিল। অনেকেই মনে করছেন এটাই ক্লাব ফুটবলের মঞ্চ সম্ভবত শেষ মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ। সেই ম্যাচ নিয়ে তাই স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ ছিল চরমে। মাঠে নামা ফুটবলাররা একেবারেই সমর্থকদের হতাশ করলেন না। দর্শকদের উপহার দিলেন নয় গোলের এক রোমহর্ষক ম্যাচ। গোল পেলেন মেসি, রোনাল্ডো উভয়েই। রোনাল্ডো ম্যাচ সেরা হলেও, ৫-৪ ম্যাচ জিতল মেসির পিএসজি।
আরও পড়ুন: হাতছাড়া হয়েছে শীর্ষস্থান, ওয়েলশকে হারিয়েও সন্তুষ্ট নন অধিনায়ক হরমনপ্রীত