Ranji Trophy: ৪০০ করার খিদে বাড়ল, ৩৭৯ রানের ঐতিহাসিক ইনিংসেও সন্তুষ্ট নন পৃথ্বী
Prithvi Shaw Record: পৃথ্বীই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে।
গুয়াহাটি: ভারতীয় টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না বটে, তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অসমের বিরুদ্ধে অনবদ্য ৩৭৯ রানের ইনিংস খেললেন তারকা ওপেনার। রঞ্জি ট্রফির ইতিহাসে এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান। এই ট্রিপল সেঞ্চুরি ইনিংসের সুবাদেই এক বিরল নজির গড়ে ফেললেন পৃথ্বী।
পৃথ্বীর নজির
পৃথ্বীই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরও গড়ে ফেললেন। আবার দ্রুত রান করার নিরিখেও পৃথ্বী বিশ্বে অভাবনীয় নজির তৈরি করেছেন। মঙ্গলবার ২৮৩ বলে ২৪০ রানে অপরাজিত ছিলেন পৃথ্বী। বুধবার যেন আরও বিধ্বংসী ব্যাটিং করেন। ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি করেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে পৃথ্বীর প্রথম ট্রিপল-সেঞ্চুরি। তবে সেখানেই থামেননি পৃথ্বী। একটা সময় মনে হচ্ছিল, যেভাবে পৃথ্বী খেলছেন, তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ৫০১ রানের রেকর্ড না ভেঙে যায়। সেটা অবশ্য হয়নি। ৩৭৯ রানে আউট হয়ে যান পৃথ্বী। ৪৯ টি চার এবং চারটি ছক্কা মারেন।
৪০০ রান হাতছাড়া করায় স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ পৃথ্বী। তবে তিনি ভেঙে পড়তে নারাজ। বরং তাঁর দাবি এত কাছে এসেও ৪০০ রান হাতছাড়া করায় তাঁর ওই মাইলফলক স্পর্শ করার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। ঐতিহাসিক ইনিংসের পর পৃথ্বী বলেন, '৩৭৯ রান করার অনুভূতিটা এক কথায় দারুণ। তবে আমি ৪০০ রান করতে না পারায় হতাশ। অবশ্য এই মাইলফলক এত কাছে এসে হাতছাড়া করার পর ভবিষ্যতে ৪০০ রান করার আমার খিদেটে আরও বৃদ্ধি পাবে। এটা সবার ক্ষেত্রেই স্বাভাবিক।'
পিচের প্রশংসা
ব্যাটিং সহায়ক পিচের প্রশংসা করতেও কিন্তু ভোলেননি পৃথ্বী। তিনি বলেন, 'নতুন বলের বিরুদ্ধে আমরা আগ্রাসী মেজাজে ব্যাট করার পরিকল্পনা করেছিলাম। হ্যাঁ, প্রয়োজন এক আধটা বল তো ছাড়তে হতোই। এই পিচটা ব্যাট করার জন্য দারুণ। অসমও তো এক উইকেটে ইতিমধ্যেই ১২৯ রান তুলে ফেলেছে। এটাই ভাল উইকেটের পরিচয়বাহক। আমাদের বৃহস্পতিবার উইকেট নিতে বেশ কসরত করতে হবে।'
আরও পড়ুন: লড়লেন একা অনুষ্টুপ, বঢোদরার বোলারদের সামনে ঘরের মাঠে বিপাকে বাংলা