Ranji Trophy: ইডেনে সূর্য-রাহানেদের মঞ্চে জ্বলে উঠলেন অঙ্কিত, রঞ্জির শেষ আটে কোন ম্যাচে কাদের পাল্লা ভারি?
BCCI Domestic: ইডেনে সেঞ্চুরি করলেন হরিয়ানার অঙ্কিত কুমার। জমিয়ে দিলেন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। হরিয়ানার অধিনায়ক রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে প্রায় একাই টানলেন দলকে।

কলকাতা: ইডেনে (Eden Gardens) সূর্যোদয় দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু রান পেলেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মুম্বইও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে চাপে থাকল মুম্বই।
ইডেনে সেঞ্চুরি করলেন হরিয়ানার অঙ্কিত কুমার। জমিয়ে দিলেন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। হরিয়ানার অধিনায়ক রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে প্রায় একাই টানলেন দলকে। শনিবার রান পাননি সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেরা। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে রান করেন শামস মুলানি এবং তনুশ কোটিয়ান। কিন্তু তাঁরা অল্পের জন্য শতরান করতে পারেননি। মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৩১৫ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে হরিয়ানা ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছে।
ব্যাট হাতে অঙ্কিত কুমারের লড়াইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে হরিয়ানা। দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের করা প্রথম ইনিংসের স্কোরের কাছাকাছি পৌঁছে গিয়েছে হরিয়ানা। হরিয়ানার অধিনায়ক অঙ্কিত ২০৬ বলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার স্কোর ২৬৩/৫। মুম্বইয়ের চেয়ে এখনও ৫২ রানে পিছিয়ে রয়েছে হরিয়ানা। কড়া চ্যালেঞ্জের মুখে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই।
রবিবার ইডেনে শামস মুলানি অঙ্কিতের উইকেট নেন। ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বসেন অঙ্কিত। ইডেনে তৃতীয় সেশনে বল কিছুটা ঘুরতে শুরু করেছে।
মুম্বইয়ের তনুশ কোটিয়ান ও শামস মুলানি ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতেও উইকেট নেন। তাঁরা দু’জনেই দু’টি করে উইকেট নিয়েছেন। হরিয়ানাকে কিছুটা চাপে ফেলে দেন তাঁরা। অঙ্কিত ১৩৬ রানের ইনিংস খেলেন। হরিয়ানার অধিনায়ক তাঁর ২০৬ বলের ইনিংসে ২১টি চার মারেন। তাঁকে আউট করেন মুলানি। মুম্বইয়ের রান টপকাতে হরিয়ানার এখনও ৫২ রান প্রয়োজন। সোমবার সেই লক্ষ্যেই খেলতে নামবে হরিয়ানা। প্রথম ইনিংসে এগিয়ে থাকলে রঞ্জি কোয়ার্টার ফাইনালে অ্যাডভ্যান্টেজ পাবে সেই দল। তাই লিড পেতে মরিয়া দুই শিবিরই।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচেও ননী ছিঃ ছিঃ ছিঃ, হেসে ফেললেন কোহলি
রঞ্জি কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ভাল জায়গায় জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে তারা ২৮০ রান তুলেছে। জবাবে ব্যাট করতে নেমে কেরল ৯ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে। জম্মু ও কাশ্মীরের হাতে এখনও ৮০ রানের লিড। আর এক উইকেট তুলে নিতে পারলে প্রথম ইনিংসের লিড নিতে পারবে জম্মু-কাশ্মীর। তাদের হয়ে আকিব নবি ১৯ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। কেরলের হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াই করেন জলজ সাক্সেনা ৬৭ রান করেন। এছাড়া সলমন নিজার ৪৯ রানে অপরাজিত ছিলেন।
আর এক কোয়ার্টার ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে ১৯৪ রানে পিছিয়ে তামিলনাড়ু। চতুর্থ কোয়ার্টার ফাইনালে সৌরাষ্ট্রকে চাপে রেখেছে গুজরাত। ২১৬ রান করে সৌরাষ্ট্র। জবাবে গুজরাত ৪ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছে। প্রথম ইনিংসে লিড নিশ্চিত- করেছে গুজরাত।
আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
