Vaibhav Suryavanshi: ভারতীয় 'এ' দলে সুযোগ পাওয়ার দিনই ব্যাট হাতে ঝড় তুলল বৈভব, রঞ্জিতে কত রানের ইনিংস খেলল টিনএজার?
Ranji Trophy: বিহারের হয়ে এদিন রঞ্জি ট্রফির ম্য়াচে মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বৈভব। সেই ম্য়াচেই ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলল সে।

নয়াদিল্লি: তাঁর বয়স মাত্র ১৪ বছর। তবে ইতিমধ্যেই আইপিএলেক দৌলতে বিশ্বক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এ মরশুমে চুটিয়ে রঞ্জি তো খেলছেই, পাশাপাশি প্রথমবার ভারতীয় 'এ' দলের হয়েও ডাক পেয়েছে বৈভব। 'এ' দলে সুযোগ পাওয়ার দিনেই বৈভব প্রমাণ করে দিল কেন তাকে এত অল্প বয়সেই 'এ' দলে সুযোগ দেওয়া হয়েছে।
বিহারের হয়ে এদিন রঞ্জি ট্রফির ম্য়াচে মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বৈভব। সেই ম্য়াচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলল সে। ৬৭ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলল তরুণ বাঁ-হাতি ব্যাটার। তার ইনিংস সাজানো ছিল নয়টি চার ও চারটি ছক্কায়। তড়তড়িয়ে শতরানের দিকে এগোচ্ছিল বৈভব। তবে দুর্ভাগ্যবশত শতরানের থেকে মাত্র সাত রান দূরে, ৯৩ রানে থামল তার ইনিংস। মেঘালয়ের স্পিনার বিজন দের বলে শেষমেশ আউট হয়ে সাজঘরে ফেরে বৈভব সূর্যবংশী।
বৈভবের পাশাপাশি এ বছরের আইপিএল মাতানো আরেক তরুণ তারকা প্রিয়াংশ আর্যকেও 'এ' দলে ডাকা হয়েছে। রাইজিং স্টার এশিয়া কাপের জন্য় ভারতীয় 'এ' দল ঘোষণা হয়েছে আজই। সেই টুর্নামেন্টে জীতেশ শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় 'এ' দল। আর দলে সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। তাকে সুযোগ দেওয়া হয়েছে ওপেনার হিসেবে। কিছুদিন আগেই সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের এক কোচিং স্টাফ বৈভবকে জাতীয় দলে খেলানোর জন্য সওয়াল করেছিলেন। সেই পথেই কি এবার এগােচ্ছে বিসিসিআই?
গত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরির পর থেকে একের পর এক নজরকাড়া পারফরম্য়ান্স করে গিয়েছেন বৈভব। সাম্প্রতিক সময়ে ১৪ বছরের বৈভবের পারফরম্য়ান্স নিয়ে সবাই প্রশংসা করেছেন। এবার লক্ষ্য জাতীয় দল।
অপরদিকে দলের অধিনায়ক জীতেশ শর্মা কিন্তু ভারতীয় সিনিয়র টি-টোয়েন্টি দলেরও অঙ্গ। তিনি এশিয়া কাপজয়ী ভারতীয় দলে ছিলেন। বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ়েও জাতীয় দলে রয়েছেন তিনি। এমনকী সিরিজ়ের তৃতীয় ম্য়াচে সুযোগ পেয়েছিলেন। উইকেট কিপার ব্যাটার হিসেবেই তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। লোয়ার অর্ডারে নেমে অপরাজিত ঝোড়ো ইনিংসও খেলেন জিতেশ। অন্য়দিকে বাংলার অভিষেক পোড়েলকে সুযোগ দেওয়া হয়েছে। আইপিএলে ঝোড়ো ইনিংস খেলা আশুতোষ শর্মাও সুযোগ পেয়েছেন।
রাইজিং স্টার এশিয়া কাপে ১৫ সদস্যের ভারতীয় দল:
প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর (সহ-অধিনায়ক), সূর্যাংশ শেরগে, জিতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিংহ, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিংহ, বিজয় কুমার বৈশাক, যুধবীর সিংহ চরক, অভিষেক পোড়েল, সুযশ শর্মা।




















