ICC Ranking: টি-টোয়েন্টি ক্রমতালিকায় বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন রাশিদ খান
Rashid Khan : পাকিস্তানে বিরুদ্ধে শারজাহতে ঐতিহাসিক ২-১ সিরিজ জিতেছে আফগানিস্তান। সেই সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল রাশিদের।
দুবাই: আর মাত্র ২ দিন। এরপরই আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলতে নেমে পড়বেন রাশিদ খান (Rashid Khan)। তার আগে আফগান এই লেগস্পিনারের জন্য খুশির খবর। আইসিসির (ICC Ranking) সদ্য প্রকাশিত ক্রমতালিকায় বোলারদের তালিকায় টি-টোয়েন্টি ফর্ম্যাটে (T20 Ranking) শীর্ষে উঠে এলেন রাশিদ। পাকিস্তানে বিরুদ্ধে শারজাহতে ঐতিহাসিক ২-১ সিরিজ জিতেছে আফগানিস্তান (Afganisthan)। সেই সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল রাশিদের। যার পুরস্কারও পেয়ে গেলেন তিনি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে এবার বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার রাশিদ খান।
রাশিদের (Rashid Khan) জাতীয় দলের সতীর্থ ফাজাল্লাহ ফারুখি টি-টোয়েন্টি ক্রমতালিকায় এই মুহূর্তে তিন নম্বর পজিশনে রয়েছেন। পাকিস্তানের (Afganisthan vs Pakistan ) বিরুদ্ধে সিরিজে ফাজাল্লাহই সর্বোচ্চ উইকেট শিকারি। তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। এদিকে গত নভেম্বরে একবার বোলারদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্যাটে শীর্ষে উঠে এসেছিলেন। এবার আরও একবার ফের শীর্ষে উঠে এলেন তিনি।
এদিকে ভারতের বিরুদ্ধে ভাল পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। ভারতের বিরুদ্ধে সম্প্রতি ওয়ান ডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে অজি শিবিরে ছিলেন জাম্পা। ওয়ান ডে ফর্ম্যাটে বোলারদের তালিকায় ষষ্ঠ নম্বরে উঠে এলেন তিনি। চেন্নাইয়ে সিরিজের নির্ণায়ক ম্য়াচে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন অজি লেগি। এদিকে ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে উঠে এলেন রোহিত শর্মা।
নজরে দিল্লি তারকা
সদ্য দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট পদে সৌরভকে নিয়োগ করা হয়েছে। সৌরভের বলেন, 'আমার মতে পৃথ্বী শ ভারতের হয়ে খেলার জন্য প্রস্তুত। দলে আদৌ ওকে নেওয়ার মতো কোনও জায়গা আছে কি না, তার ওপর ওর জায়গা পাওয়া বা না পাওয়াটা নির্ভরশীল। তবে হ্যাঁ, আমি নিশ্চিত রোহিত শর্মা ও জাতীয় নির্বাচকরা ওকে নজরে রেখেছে। ও খুবই ভাল একজন ক্রিকেটার এবং জাতীয় দলের হয়ে খেলার জন্যও তৈরি।'
পৃথ্বী শ ভারতের হয়ে ইতিমধ্যেই পাঁচটি টেস্ট, ছয়টি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। কিন্তু তিনি ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। তারপর এ বছরের শুরুর দিকে, জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে ভারতীয় ম্যানেজমেন্ট পৃথ্বীর বদলে শুভমন গিলের ওপর আস্থা রাখে এবং তাঁকেই