Virat Kohli: যখন পুরোপুরি ক্রিকেট ছাড়বে, সবার অন্তরালে চলে যাবে বিরাট: শাস্ত্রী
Ravi Shastri On Virat Kohli: প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন যে কোহলি যখন একেবারে ক্রিকেটকে বিদায় জানাবেন তখন ক্রিকেটের কোনও কিছুর সঙ্গেই তিনি আর জড়িয়ে থাকবেন না।

মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলে টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ানোর পর তিনিই সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন। আইপিএলের আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে কোহলি ৪০ বছর পর্যন্ত ক্রিকেট খেলার ক্ষমতা রাখেন। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানানো ও এরপর আইপিএলের মাঝেই আচমকা সবাইকে অবাক করে দিয়ে টেস্ট ফর্ম্য়াটকে বিদায় জানানো। ক্রিকেটপ্রেমীদের মতই কোহলির সিদ্ধান্ত হতাশ হয়েছিলেন রবি শাস্ত্রীও (Ravi Shastri)। তবে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন যে কোহলি যখন একেবারে ক্রিকেটকে বিদায় জানাবেন তখন ক্রিকেটের কোনও কিছুর সঙ্গেই তিনি আর জড়িয়ে থাকবেন না।
ক্রিকেট ওয়েবসাইট স্পোর্টসস্টারে এক কলামে রবি শাস্ত্রী লিখেছেন, ''বিরাট এখনও ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেয়নি। ওই ফর্ম্য়াটে দেশের জার্সিতে এখনও খেলবে ও। কিন্তু আমি যতটুকু বিরাটকে চিনতে পেরেছি, তাতে এটুকু আমি জানি যে যদি বিরাট ক্রিকেট ছেড়ে দেওয়ার পর পুরোপুরিই ক্রিকেট থেকে সরে যাবে। ও সেরকম মানুষ নয়, যে ক্রিকেটের সঙ্গে আগামীতেও জড়িয়ে থাকবে। কোচিং করাবে অথবা কোন পজিশনে থাকবে নিজে। ইংল্য়ান্ডের মাটিতে ভারত যখন প্রথম টেস্ট খেলতে নামবে, তখন আমি নিঃসন্দেহে বিরাটকে ভীষণ মিস করব।''
এর আগে রবি শাস্ত্রী সঞ্জনা গণেশনকে জানিয়েছেন, বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার প্রায় এক সপ্তাহ আগে তিনি তাঁর সঙ্গে কথা বলেছিলেন । রবি শাস্ত্রী বলেছেন, 'ও নিজের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট ছিল যে, টেস্ট ক্রিকেটের জন্য ও নিজের পক্ষ থেকে সবকিছুই করে ফেলেছে । বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক ছিল। ৬৮টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪০টি ম্যাচে জয় এনে দিয়েছিল । এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনি।'
রবি শাস্ত্রী জানিয়েছেন, বিরাট কোহলি তাঁকে বলেছিলেন, 'আমার কোনও অনুতাপ নেই।' রবি শাস্ত্রী আরও বলেছেন, 'আমি ওকে এক-দুটি ব্যক্তিগত প্রশ্ন করেছিলাম এবং ও সরাসরি উত্তর দিয়েছিল যে, আমার মনে কোনও সন্দেহ নেই।' রবি শাস্ত্রী বলেছেন, 'এই কথা থেকে আমার মনে হয়েছিল এটাই ঠিক সময় । বিরাটের মন ওর শরীরকে বুঝিয়ে দিয়েছে যে, এখান থেকে চলে যাওয়ার এটাই ঠিক সময়।'




















