Ravichandran Ashwin: 'স্পিন খেলার বিষয়ে বিশ্বের সবচেয়ে দুর্বল এই ভারতীয় দল', বিস্ফোরক মন্তব্য অশ্বিনের
IND vs SA: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে আজাজ পটেল ভেল্কি দেখিয়েছিলেন, ছিলেন মিচেল স্যান্টনার। এবার প্রোটিয়া শিবিরের হয়ে সিমন হার্মার সেই কাজটাই করেন।

চেন্নাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের জঘন্য পারফরম্য়ান্স সারা দেশব্যাপী সমালোচিত হচ্ছে। বিশেষ করে যেভাবে নিজেদের ঘরের মাঠেই স্পিন খেলতে গিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটারদের, তা বলাই বাহুল্য। এবার ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে 'অ্য়াশ কি বাত' শোয়ের একটি এপিশোডে অশ্বিন বলেছেন, ''ভারতীয় দলের ব্যাটিং সত্যিই শোচনীয়। এটা ভীষণ আশঙ্কার। গত ৩-৪ বছর ধরেই আমি এই কথাটা বলছি যে আমাদের প্লেয়াররা কখনওই স্যুইপ শট খেলার কথা ভাবেই না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা টেস্ট সিরিজ হেরেছিলাম। সেই সিরিজে কিউয়ি ব্যাটাররা কীভাবে স্যুইপ খেলে ডিফেন্স করেছিল, তা দেখেছি আমরা। ওদের ডিফেন্স মানেই ছিল স্যুইপ শট খেলা। ওরা কিন্তু প্র্যাক্টিস করেছিল তা ভালভাব।''
প্রাক্তন ভারতীয় স্পিনার আরও জানিয়েছেন, ''১৪০, ১৫০, ১৬০ রানে অল আউট হলে তা নিয়ে কিছুই বলার নেই। ম্য়াচে এমনিতেই পিছিয়ে থাকতে হবে তখন। দক্ষিণ আফ্রিকার ত্রিস্টান স্টাবসের খুব ভাল ডিফেন্স নয়। তবুও ও কিন্তু সিরিজে চারশোর বেশি বল খেলেছে। যে ইনিংসে ৯৪ রান করল, সেখানে প্রচুর স্যুইপ শট খেলতে দেখা গিয়েছে তাকে। আমাদের ব্যাটারদের তো নিজেদের ডিফেন্সে ভরসাই নেই।''
এরপরই অশ্বিন ক্ষোভ উগরে আরও বলেন, ''আমি ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে কথা বলব না। কিন্তু এটাও সত্যি যে আমাদের দলে সঠিক ডিফেন্স করতে পারবে, এমন ব্য়াটার নেই। আমার মতে এই মুহূর্তে স্পিন খেলার নিরিখে বিশ্বের সবচেয়ে দুর্বল দল ভারতই।''
সিরিজে হেরে পয়েন্ট টেবিলে পাঁচে নেমেছে ভারত
পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৪টি টেস্ট খেলে ৪ ম্য়াচেই জিতেছে তারা। ৪৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। জয়ের শতকরা হার ১০০ শতাংশ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকা। ৪ ম্য়াচ খেলে ৩ ম্য়াচে জিতে দক্ষিণ আফ্রিকার জয়ের শতকরা হার ৭৫.০০। শ্রীলঙ্কা ২টো টেস্ট খেলে ১টি ম্যাচ জিতেছে। তাঁদের জয়ের শতকরা হার ৬৬.৬৭। ভারতের ঠিক আগেই রয়েছে পাকিস্তান। তারা ২টো টেস্ট খেলে ১ ম্য়াচ জিতেচে। পয়েন্ট ১২। জয়ের শতকরা হার ৫০.০০। ভারতের এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ ম্য়াচ খেলে ৪ ম্য়াচে জিতেছে। ৪টি হেরেছে ও ১টি ম্য়াচ ড্র করেছে। ৫২ পয়েন্ট নিয়ে তাদের জয়ের শতকরা হার ৪৮.১৫। তালিকায় ষষ্ঠ স্থানে আছে ইংল্যান্ড। সাতে বাংলাদেশ, আটে ওয়েস্ট ইন্ডিজ ও নয়ে রয়েছে নিউজিল্যান্ড। কিউয়িরা নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে একটিও ম্য়াচ খেলেনি এখনও।




















