Ashwin on Dhoni: ৫০০ উইকেটের মালিক অশ্বিনের মুখে অতীতের স্মৃতিচারণা, কৃতজ্ঞতা জানালেন ধোনিকে
Ravichandran Ashwin: অশ্বিনকে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফে সম্মানিত করা হয়।
চেন্নাই: এই প্রজন্মের সেরা বোলারদের প্রসঙ্গ উঠলে, আর অশ্বিনের (R Ashwin) নাম আসাটাই খুব স্বাভাবিক। সম্প্রতি লাল বলের ক্রিকেটে ৫০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অশ্বিন। সেই অশ্বিনই অতীতের এক ঘটনার স্মৃতিচারণ করে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
২০১১ সালে আরসিবির বিরুদ্ধে ফাইনালে সকলকে চমকে দিয়ে ধোনি ক্রিস গেলের বিরুদ্ধে আর অশ্বিনকে নতুন বলে বোলিং করতে ডেকে নেন। সিএসকে অধিনায়কের সেই চাল সফল হয় এবং ২৪ বছর বয়সি অশ্বিনই গেলকে সাজঘরে ফেরান। ফাইনালের টাইনিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই সিদ্ধান্তটিই। খেতাব জিতে নেয় সিএসকে। এই ঘটনা থেকে অশ্বিন আত্মবিশ্বাসও পান এবং ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই সফলভাবে প্রতিনিধিত্ব করেন। মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেটও নেন তিনি।
এই কৃতিত্বের জন্যই তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফে অশ্বিনকে সম্মানে জানানো হয়। সেই অনুষ্ঠানেই তারকা স্পিনার ১৩ বছর আগের ঘটনার স্মৃতিচারণ করে বলেন, '২০০৮ সালে (সিএসকে সাজঘরে) আমি মহাতারকাদের সাক্ষাৎ পাই, যেখানে এমএস ধোনি, ম্যাথিউ হেডেনও ছিলেন। তবে সেই মরশুমে বেঞ্চেই বসে ছিলাম। আমি তো তখন আনকোরা এক ক্রিকেটার। আর সত্যি বলতে যে দলে মুথাইয়া মুরলিধরন রয়েছেন, সেখানে আমি খেলার সুযোব, সেটা ভাবিওনি। তবে ওঁ (ধোনি) আমার জন্য যা করেছে, তার জন্য আমি ওঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ওঁ আমায় নতুন বলে ক্রিস গেলের বিরুদ্ধে বল করার সুযোগ দিয়েছিল। বহু বছর পরে অনিল (কুম্বলে) ভাইই সেই ঘটনার প্রশংসা করেছিলেন।'
অশ্বিনের নিজেকে প্রতিনিয়তই আরও উন্নত করার, নিজের দক্ষতাকে ঘষামজা করার আগ্রহই তাঁকে বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য তাঁকে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফে এক কোটি টাকা পুরস্কারও দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে অশ্বিনের পাশাপাশি কিংবদন্তি অনিল কুম্বলেও উপস্থিত ছিলেন। অশ্বিন গোটা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সম্মান জানানোর জন্য তামিলনাড়ু ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অনুশীলনে নেমে পড়লেও, অধিনায়ক শ্রেয়সের ফিটনেস ঘিরে প্রশ্নচিহ্ন অব্যাহত