Ravindra Jadeja: বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে এই তারকা অলরাউন্ডারকে, জানালেন ভারতের নির্বাচক প্রধান
IND vs SL: শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের ওয়ান ডে দলে রাখা হয়নি জাডেজাকে। আর তারপর থেকেই তুঙ্গে জাডেজার কেরিয়ার নিয়ে জল্পনা।
মুম্বই: টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) দলের সদস্য ছিলেন। বিশ্বকাপ জেতার পরই তিনি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পদাঙ্ক অনুসরণ করেছিলেন। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটে তিনি যে খেলা চালিয়ে যাবেন, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন।
যদিও শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের ওয়ান ডে দলে রাখা হয়নি জাডেজাকে। আর তারপর থেকেই তুঙ্গে জাডেজার কেরিয়ার নিয়ে জল্পনা। অনেকেই মনে করছিলেন, জাতীয় দলের জার্সিতে হয়তো শেষ ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন জাডেজা। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৭ সালে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সেই দুই টুর্নামেন্টে কি ভারতীয় দলের দরজা সৌরাষ্ট্রের অলরাউন্ডারের জন্য বন্ধ হয়ে গিয়েছে?
ভারতের জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর অবশ্য অন্য কথা বলছেন। স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, জাডেজাকে শ্রীলঙ্কা সফর থেকে বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে সোমবার মুম্বইয়ে একটি সাংবাদিক বৈঠক করেছেন ভারতীয় দলের নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির চেয়ারম্যান আগরকর। সেখানে আগরকর জানিয়ে দেন, জাডেজাকে মোটেও বাদ দেওয়া হয়নি।
আগরকর বলেন, 'এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের কৌশল ও আগামী দিনের সূচির কথা ভেবে। অক্ষর পটেল দলে রয়েছে। কোনও ম্যাচেই দুজন বাঁহাতি স্পিনার অলরাউন্ডারকে প্রথম একাদশে একসঙ্গে খেলানো যাবে না। সেই কারণেই জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে।'
🗣️ A happy and secure dressing room is a winning dressing room: #TeamIndia Head Coach @GautamGambhir#SLvIND pic.twitter.com/ZJnNuUuWNY
— BCCI (@BCCI) July 22, 2024
সামনেই ঠাসা ক্রীড়াসূচি ভারতের। আগরকরও জানিয়েছেন, সেসব ভেবেই ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের খেলানো হবে। যাতে সকলে চোটমুক্ত ও তরতাজা থাকেন। আগরকর বলেছেন, 'আমাদের সামনে ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। তার আগে জাডেজাকে একটু বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই বিরতিতে জাডেজা সম্পূর্ণ তরতাজা হয়ে উঠবে এবং পরবর্তী পরীক্ষার জন্য তৈরিও হবে। ভবিষ্যতে ওকে দলে ফেরানো হলেই যাতে নিজের দক্ষতা অনুযায়ী সেরাটা দিতে পারে।'
আরও পড়ুন: দাদার বিয়ের দিন গরহাজির সৌরভ-ডোনা! কেন এড়িয়ে গেলেন অনুষ্ঠান?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।