এক্সপ্লোর
Snehasish Ganguly: দাদার বিয়ের দিন গরহাজির সৌরভ-ডোনা! কেন এড়িয়ে গেলেন অনুষ্ঠান?
Sourav And Dona Ganguly: দ্বিতীয় বিয়ে করলেন দাদা স্নেহাশিস। সৌরভ কাটালেন লন্ডনে। শহরে থেকেও ভাসুরের বিয়েতে গরহাজির ডোনা।

দাদার দ্বিতীয় বিয়েতে দূরেই থাকলেন সৌরভ-ডোনা।
1/10

রবিবার, ২১ জুলাই ছিল বাংলার ক্রিকেটের বিশেষ এক দিন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ধদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
2/10

অর্পিতার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারলেন স্নেহাশিস। মালাবদলও করলেন। রং মিলিয়ে হলুদ পাঞ্জাবি ও শাড়িতে সেজেছিলেন নবদম্পতি।
3/10

তবে স্নেহাশিসের দ্বিতীয় বিয়ের দিন দেখা গেল না ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভ্রাতৃবধূ ডোনাকে। কোথায় ছিলেন তাঁরা?
4/10

সৌরভ কলকাতাতেই নেই। তিনি রয়েছেন লন্ডনে। মেয়ে সানার কাছে।
5/10

মঙ্গলবার শহরে ফেরার কথা সৌরভের। যে কারণে বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি মহারাজকে।
6/10

ডোনাও লন্ডনে গিয়েছিলেন। তবে আগেই তিনি কলকাতায় ফিরে এসেছেন।
7/10

২১ জুলাই ছিল গুরুপূর্ণিমা। এদিন তাঁর নাচের স্কুল দীক্ষামঞ্জরীর অনুষ্ঠান ছিল।
8/10

সেই অনুষ্ঠানে ব্যস্ত রইলেন নৃত্যশিল্পী ডোনা। শহরে থেকেও ভাসুরের বিয়েতে গেলেন না।
9/10

৭ অগাস্ট রিসেপশন রয়েছে স্নেহাশিসের। কার্ডে আমন্ত্রণকারী হিসাবে নাম রয়েছে সৌরভ ও ডোনার। যদিও সেই অনুষ্ঠানেও সম্ভবত থাকবেন না তাঁরা। এমনকী, সৌরভ ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁদের না জানিয়েই কার্ডে নাম ছাপানো হয়েছে।
10/10

মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর অর্পিতাকে বিয়ে করলেন স্নেহাশিস। তবে এই বিয়ে নিয়ে গঙ্গোপাধ্যায় পরিবারের সকলে খুশি বলে খবর নেই।
Published at : 22 Jul 2024 10:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
