Ravindra Jadeja: দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে জাডেজার 'ভিনটেজ রাইড'
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকা সফর শেষ। সামনেই আফগানিস্তান সিরিজ়। তার মাঝে অল্পদিনের ছুটি কাটাতে ব্যস্ত টিম ইন্ডিয়া তারকারা।
![Ravindra Jadeja: দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে জাডেজার 'ভিনটেজ রাইড' Ravindra Jadeja seen enjoying bullock cart ride in viral video Ravindra Jadeja: দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে জাডেজার 'ভিনটেজ রাইড'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/07/e1cc36cff8fc09161808592e5a9948fe1704580332983507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজকোট: দক্ষিণ আফ্রিকা সফর শেষ। রামধনুর দেশে ভারতীয় দলের (Indian Cricket Team) প্রথম টেস্ট সিরিজ় জয়ের স্বপ্ন অধরা থেকে গেলেও, কেপ টাউনে প্রথম এশিয়ান দল হিসাবে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে ম্য়াচ জিতেছে ভারত। ড্র করেছে সিরিজ়। সেই জয়ের পর ইতিমধ্যেই ভারতীয় দল দেশে ফিরেছে। সামনেই আফগানিস্তান সিরিজ়। তার মাঝে অল্পদিনের ছুটি কাটাতে ব্যস্ত টিম ইন্ডিয়া তারকারা।
দেশে ফিরেছেন কেপ টাউনের ঐতিহাসিক জয়ে ভারতীয় একাদশের অংশ, তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja)। দেশে ফিরে তাঁকে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গেল। তারকা অলরাউন্ডারের গরুর গাড়িতে চড়ে ঘুরে বেরানোর এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি খোশমেজাজে গরুর গাড়ি চেপে ঘুরছেন। জাডেজা নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিও শেয়ারও করেছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, 'ভিনটেজ রাইড'।
View this post on Instagram
জাডেজাকে ফাস্ট বোলিং সহায়ক কেপ টাউনের পিচে তেমন কিছু করতে হয়নি। চোটের কারণে প্রথম টেস্টে খেলেনও তিনি। তবে আফগানিস্তান সিরিজ় এবং অবশ্যই তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে ঘরের মাঠে জাডেজার বিরাট বড় ভূমিকা থাকবে। তিনি এই দুই সিরিজ়ে কী করেন, সেটাই দেখার বিষয়।
প্রসঙ্গত, আসন্ন আফগানিস্তান সিরিজ়ের জন্য ভারত দল ঘোষণা না করলেও, আফগানরা কিন্তু ১৯ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে।
আফগান দলের (Afghanistan Cricket Team) নেতৃত্বে তরুণ ইব্রাহিম জাদরান। সদ্যই সংযুক্ত আরব আমারশাহির বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে আফগান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম। তাঁকেই ভারতের বিরুদ্ধে সিরিজ়েও অধিনায়ক হিসাবে বহাল রাখা হল। অবশ্য ভারতের বিরুদ্ধে আফগান টি-টোয়েন্টি দলের নেতা রশিদ খানও রয়েছেন। কিন্তু সদ্যই তারকা স্পিনারের পিঠে অস্ত্রোপ্রচার হয়েছে। তিনি আদৌ ভারতের বিরুদ্ধে সিরিজ়ে খেলতে পারবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই কারণেই ইব্রাহিমকেই অধিনায়ক হিসাবে বহাল রাখা হয়েছে।
আমিরশাহির বিরুদ্ধে আরেক তারকা আফগান স্পিনার মুজিব উর রহমান দলে ছিলেন না। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য তিনিও ফিরেছেন। অপরদিকে, কিপার-ব্যাটার ইক্রাম আলিখিল সেই সিরিজ়ে রিজার্ভ খেলোয়াড় হিসাবে থাকলেও, ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য মূল দলে সুযোগ পেয়েছেন তিনি।
আরও পড়ুন: জাতীয় দলের নেতৃত্বে বাংলার ক্রিকেটার, সুযোগ আকাশ দীপেরও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)