IND vs NZ 3rd Test: ১৭৪ রানেই শেষ নিউজ়িল্যান্ডের ইনিংস, জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৪৭
Ravindra Jadeja: নিজের টেস্ট কেরিয়ারে ১৫ নম্বর বার এক টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। ম্যাচে তাঁর সংগ্রহ ১০ উইকেট।
মুম্বই: ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচের (IND vs NZ 3rd Test) তৃতীয় দিন নিউজ়িল্যান্ডকে অল আউট করতে মাত্র আট মিনিট ও ১৪ বল লাগল ভারতের। আজাজ পটেলকে আউট করে নিজের পঞ্চম উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ১৭৪ রানেই অল আউট হয়ে গেল কিউয়িরা। ম্যাচের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট মিলিয়ে ওয়াংখেড়েতে এই ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে ফেললেন জাডেজা।
🔟 wickets in the match!
— BCCI (@BCCI) November 3, 2024
1⃣5⃣th Five-Wicket Haul in Test Cricket 👌👌
Congratulations, @imjadeja 🫡
Scorecard - https://t.co/KNIvTEyxU7#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/ZXBUtZqSIf
গতকালই ভারতের দুই তারকা স্পিনার আর অশ্বিন ও জাডেজা জয়ের জন্য দুরন্ত জায়গা গড়ে। অশ্বিন বল হাতে উইকেট তো নেনই, পাশাপাশি এক অনবদ্য ক্যাচে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউয়িরা শুরু থেকেই নিয়মিত অন্তরালে উইকেট হারাতে থাকে। প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। ল্যাথামকে বোল্ড করে দেন বাংলার তারকা ফাস্ট বোলার। এরপর জাডেজা ও অশ্বিনের শো। দুইজনে মিলে গোটা নিউজ়িল্যান্ড মিডল অর্ডারে ধস নামান। কেবল ড্যারেল মিচেল ২১ ও গ্লেন ফিলিপ্স আগ্রাসী ২৬ রান করেন। পিছনে ছুটে গিয়ে এক অনবদ্য ক্যাচে মিচেলকে সাজঘরে ফেরত পাঠান অশ্বিন।
কিউয়িদের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন ইয়ং। গোটা সিরিজ়েই তিনি অনবদ্য ব্যাটিং করেন। এই ম্যাচের দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকান তিনি। ম্যাট হেনরি ও ইশ সোধি গুরুত্বপূর্ণ ২১ রানের পার্টনারশিপ গড়েন বটে। তবে দিনের শেষ বলে আগে তাঁকে সাজঘরে ফেরত পাঠান জাডেজাই। নয় উইকেটের বিনিময়ে ১৭১ রানে দিনশেষ করে নিউজ়িল্যান্ড। টিম ইন্ডিয়া ম্যাচের তৃতীয় দিনে যত দ্রুত সম্ভব শেষ উইকেট নিয়ে ব্যাট করতে নামার প্রচেষ্টায় ছিল। তাতে যে ভারত সফলই হয়েছে, তা বলাই বাহুল্য। আজাজ ও উইলিয়াম ও রুর্ক খানিকটা সময় আটকে রাখেন।
তবে জাডেজা আজাজকে ফিরিয়ে কিউয়িদের অল আউট করে দেন। জাডেজার পাঁচ উইকেটের পাশাপাশি অশ্বিন তিন উইকেট নেন। এবার ভারতীয় ব্যাটারদের দায়িত্ব দলকে জেতানোর। টিম ইন্ডিয়ার জিততে ১৪৭ রানের প্রয়োজন।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোহিত-রীতিকার পরিবারে আসছে নতুন সদস্য, জল্পনায় পড়ল সিলমোহর?