India vs Zimbabwe: ব্যাট হাতে নয়, এবার ভারতের সিরিজ জয়ের নয়া ভূমিকায় রিঙ্কু, পেলেন পুরস্কারও
Rinku Singh in IND vs ZIM: যে তালিকায় সবার ওপরে আছেন রিঙ্কু সিংহ। গোটা মাঠের যেই প্রান্তে যখনই বল গিয়েছে তাঁকে দেখা গিয়েছে চিতার মত দৌড়ে বল ধরতে। অথবা যখনই শূন্যে বল উঠেছে।
হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্য়াচ বাদ দিলে সিরিজের বাকি চার ম্য়াচেই ব্যাটে- বলে-ফিল্ডিংয়ে আধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়া। ভিভি এস লক্ষ্মণের (VVS Laxman) কোচিংয়ে এবার জিম্বাবোয়ে সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত। আর সিরিজ জয়ের নেপথ্যে প্লেয়ারদের দুরন্ত ফিল্ডিংয়ের কথাও উল্লেখ করতেই হয়। যে তালিকায় সবার ওপরে আছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। গোটা মাঠের যেই প্রান্তে যখনই বল গিয়েছে তাঁকে দেখা গিয়েছে চিতার মত দৌড়ে বল ধরতে। অথবা যখনই শূন্যে বল উঠেছে। নীচে পাওয়া গিয়েছে রিঙ্কুকে বেশিরভাগ। এবার দুরন্ত ফিল্ডিংয়ের পুরস্কারও পেলেন তরুণ এই ক্রিকেটার। ভারত-জিম্বাবোয়ে সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন কেকেআরের এই মিডল অর্ডার ব্যাটার।
জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্য়াচে গতকাল ৪২ রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দলের তরফে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রিঙ্কু সিংহকে সেরা ফিল্ডারের পুরস্কার অর্থাৎ মেডেল তুলে দিচ্ছেন ভিভি এস লক্ষ্মণ।
ম্য়াচে গতকাল সঞ্জু স্যামসনের অর্ধশতরান ও শিবম দুবের ক্যামিও ইনিংসের ওপর ভর করে ১৬৭ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল। ১৬৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবোয়ে। খাতা খোলার আগেই মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে ফিরে যান ওয়েসলি। অন্য়দিকে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরপর ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মারুমানি। কিন্তু আরও একবার মুকেশ কুমার বাধা হয়ে ওঠেন। এবার তিনি ফিরিয়ে দেন বেনেটকে। মারুমানি ও মায়ের্স মিলে এরপর পার্টনাশিপ গড়ে তোলেন। দু জনে মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জিম্বাবোয়ের স্কোরবোর্ড। মারুমানি ২৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু সুন্দরের বলে লেগবিফোর হয়ে ফিরে যান শেষ পর্যন্ত। ডিওন মায়ের্স ৩৪ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। যদিও তাঁকে ফিরিয়ে দেন শিবম দুবে। অধিনায়ক সিকান্দার রাজা ৮ রান করে আউট হন। এরপর একের পর এক উইকেট নাগাড়ে হারাতেই থাক জিম্বাবোয়ে। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। ম্য়াচে ৪ উইকেট নেন মুকেশ কুমার।