Rinku Singh Engagement: রিঙ্কুর বাগদানে গানের তালে জমিয়ে নাচ, ক্যামেরাবন্দি অচেনা ভুবনেশ্বর কুমার, রইল ভিডিও
Rinku Singh-Priya Saroj Engagement: লখনউতে আয়োজিত রিঙ্কু ও প্রিয়ার বাগদান অনুষ্ঠানে প্রায় ৩০০-র অধিক অতিথি এসেছিলেন বলে খবর।

লখনউ: গত রবিবারই এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাগদান সারেন কলকাতা নাইট রাইডার্স তথা ভারতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিংহ (Rinku Singh Engagement)। পাত্রী সমাজবাদী পার্টির মছলিশহরের সাংসদ প্রিয়া সরোজ। লখনউয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জয়া বচ্চন, কংগ্রেসের রাজীব শুক্লদের মতো চেনাজানা ব্য়ক্তিত্বরা উপস্থিত ছিলেন। ভারতীয় দলের তারকারা ইংল্যান্ডে পাঁচ টেস্টের প্রস্তুতি সারায় টিম ইন্ডিয়ার তেমন কোনও তারকাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি।
তবে বর্তমানে ভারতীয় দলের থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তিনি অবশ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেখানেই তাঁকে এক সম্পূর্ণ অচেনা মেজাজে দেখা গেল। ভুবনেশ্বর কুমরাকে সাধারণত শান্তশিষ্ট, স্বল্পভাষী হিসাবেই ক্রিকেটবিশ্ব চেনে। তবে রিঙ্কুর শুভ অনুষ্ঠানে একেবারে ভিন্ন মেজাজে ক্যামেরাবন্দি হলেন ভুবি। কখনও 'সাড্ডি গলি'-র তালে আবার কখনও 'বচনা অ্যায় হাসিন'-র ছন্দে কোমর দোলান তারকা ফাস্ট বোলার। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে।
Rinku Singh & Priya Saroj Dance wih swing Master Bhuvneshwar Kumar @PriyaSarojMP #rinkusingh #ringceremony pic.twitter.com/qsVQ3Esq59
— gaurav singh (@gauravsingh078) June 9, 2025
ভুবির পাশাপাশি উত্তরপ্রদেশেরই প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার ও পীযূষ চাওলার মতো প্রাক্তনীরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে খবর। অনুষ্ঠানে সব মিলিয়ে ৩০০ জনেরও বেশি অতিথি আসার খবর পাওয়া গিয়েছে। দুই ভিন্ন জগতের নব প্রজন্মের দুই তারকার এই বাগদানের অনুষ্ঠান ঘিরে স্বাভাবিকভাবেই চারিদিকে শোরগোল। তবে রিঙ্কু এবং প্রিয়ার বাগদান অনুষ্ঠানে কত খরচ হয়েছে? সংখ্যাটা জানলে কিন্তু চক্ষু চড়কগাছ হতে পারে।
রিঙ্কু সিংহ এবং প্রিয়া সরোজের এনগেজমেন্ট অনুষ্ঠান লখনউয়ের সেন্ট্রাম হোটেলে হয়। এই হোটেল ছোট এবং বড় অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা ভাড়া নেয় । যেহেতু রিঙ্কু-প্রিয়ার এনগেজমেন্ট অনুষ্ঠান 'সেন্ট্রাম হোটেল'-এর 'দ্য ফুলক্রম হল'-এ হয়েছে, শুধু সেই হলেরই ভাড়া লক্ষাধিক টাকা।
সেন্ট্রাম হোটেলের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ম্যারেজ হলের ভাড়া ১ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে । একটি বুকিং ওয়েবসাইট অনুসারে, এই হোটেলে অতিথিদের জন্য প্রতি প্লেট খাবারের দাম মোটামুটিভাবে ২,৫০০ টাকা করে নেয় । ভারতীয় ক্রিকেটারের এনগেজমেন্টে ৩০০ জনেরও বেশি অতিথি এসেছিলেন। যদি অতিথিদের সংখ্যাকে ৩৫০ জনও ধরা হয়, তাহলে শুধুমাত্র খাবারের জন্যই প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে।




















