Shahrukh Khan Birthday: জড়িয়ে ধরে রিঙ্কুকে 'বেটা' বলেছিলেন, প্রিয় বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা নাইট তারকার
Shahrukh Khan Birthday Special: ক্রিকেটের সঙ্গে শাহরুখের সম্পর্কে বহুদিনের। নিজে আইপিএল দল কেকেআরের মালিক। দলের প্রত্যেক প্লেয়ারের কাছেই তিনি ভীষণ প্রিয় 'বাদশা'।
মুম্বই: ৫৯-এ পা দিয়েছেন শাহরুখ খান। বিশ্বব্যাপী শুভেচ্ছা বন্যায় ভাসছেন বলিউডের কিং খান। তালিকায় শুধু সিনেমা জগতের মানুষ নয়। রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ। ক্রিকেটের সঙ্গে শাহরুখের সম্পর্কে বহুদিনের। নিজে আইপিএল দল কেকেআরের মালিক। দলের প্রত্যেক প্লেয়ারের কাছেই তিনি ভীষণ প্রিয় 'বাদশা'। ঠিক যেমন কেকেআর শিবিরে শাহরুখের বিশাল বড় ভক্ত রিঙ্কু সিংহ। বলিউড বাদশাও রিঙ্কুকে একেবারে নিজের ছেলের মতই দেখেন। রিঙ্কুর প্রতিটা স্মরণীয় ইনিংসে নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে বাহবা দেন। মাঠে উপস্থিত থাকলে তো কথাই নেই। নিজে ম্য়াচের শেষ ড্রেসিংরুমে গিয়ে জড়িয়ে ধরে জাদু কি ঝাপ্পিও দিয়েছেন বারবার। রিঙ্কুকে তো নিজের 'বেটা' বলেও সম্বোধন করেছেন শাহরুখ। এবার শাহরুখের জন্মদিনে সোশ্য়াল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন কেকেআরের নতুন পোস্টার বয়।
রিঙ্কু নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''আপনারা এঁনাকে ভালবাসেন। আমি এঁনার প্রেমে পড়েছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শাহরুখ স্যার। গোটা বিশ্বে ভালবাসা ছড়িয়ে দেওয়ার জন্য় অনেক অনেক ধন্য়বাদ আপনাকে।''
View this post on Instagram
খুব বেশিদিনের কথা নয়, রিঙ্কু সিংহকে অনেকেই দলে নেওয়ায় কেকেআর ম্যানেজমেন্ট প্রশ্ন করেছিল। কিন্তু তাঁর প্রতি নাইট ম্যানেজমেন্ট আস্থা দেখিয়ে যে কোনও ভুল করেনি, তা কিন্তু ব্যাট হাতেই প্রমাণ করে দিয়েছেন রিঙ্কু। তাঁর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতানোটা তো এখন রূপকথার অংশ। আইপিএলে রিঙ্কুর সফরটাও কিন্তু স্বপ্নের মতোই। গত মরশুমেই যেখানে তাঁর বেতন ছিল মাত্র ৫৫ লক্ষ, সেখানে পরের মরশুমে তিনি ১৩ কোটি টাকা পাবেন। মাত্র এক বছরের ব্যবধানে ২২৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে তরুণ তুর্কির বেতন। উপরন্তু, নাইটদের হয়ে সব ম্যাচে মাঠে নামলে তাঁর সামনে আরও বাড়তি এক কোটি টাকা পাওয়ার সুযোগ তো রয়েইছে।
রিঙ্কু কেকেআরের হয়ে ইতিমধ্যেই ৪৬ ম্যাচে প্রায় ৯০০ মতো রান করে ফেলেছেন। চারটি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন আলিগড়জাত এই ক্রিকেটার। আসন্ন মরশুমেও কেকেআর কিন্তু রিঙ্কুর থেকে এহেন পারফরম্যান্সের আশাতেই থাকবে। রিঙ্কু বাদে কেকেআর বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে ১২ কোটি টাকা করে রিটেন করেছে। হর্ষিত রানা ও রমনদীপ সিংহ চার কোটি টাকার বিনিময়ে রয়েছেন দলে।