IND vs AUS 5th Test: শুরুতেই ফিরেছিলেন কোহলি, তবে পন্থ- জাডেজার লড়াইয়ে চা বিরতিতে ভারতের স্কোর ১০৭/৪
India vs Australia: জাডেজা ও পন্থ ইতিমধ্যেই চতুর্থ উইকেটে ৩৫ রান যোগ করে ফেলেছেন।
সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের (IND vs AUS 5th Test) দ্বিতীয় সেশনের একেবারে শুরুতেই সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ফের একবার উদ্বেগ বেড়েছিল ভারতীয় দলের সমর্থকদের। তবে সেশনে যাতে আর কোনও উইকেট না পড়ে, তা সুনিশ্চিত করেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও রবীন্দ্র জাডেজা। দাঁতে দাঁত চেপে লড়াই করেন দুইজন। দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে ভারতের স্কোর ১০৭/৪। আপাতত পন্থ ৩২ ও জাডেজা ১১ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।
ব্যাটে নেমে প্রথম বলেই অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়েছিলেন কোহলি। স্টিভ স্মিথ স্লিপে সেই ক্যাচ ধরার দাবি করলেও তৃতীয় আম্পায়ার অনেক দেখেশুনে তাঁকে নট আউট দিয়েছিলেন। গোটা প্রথম সেশনেই এরপর দেখেশুনে এগোন কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ানোর চেষ্টা করেননি। তবে দ্বিতীয় সেশনে পারলেন না। স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়েই ১৭ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। ৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। তবে এই পরিস্থিতিতেই নিজের দক্ষতা দেখান পন্থ।
দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছিলেন তিনি। তবে আজ কিন্তু পন্থ নিজের স্বাভাবিক খেলা থেকে খানিকটা দূরে সরিয়েই দলের হয়ে ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। একাধিক বল তাঁর শরীরে আঘাত হানলেও, তাঁর একাগ্রতা ভাঙতে পারেনি। সঙ্গী হিসাবে তিনি জাডেজাকে পান। দুইজনে মিলেই ভারতকে শতরানের গণ্ডি পার করান। ভারতীয় দলকে বড় রান তুলতে হলে দিনের শেষ সেশনেও কিন্তু এই দুই তারকাকে বেশ অনেকটা সময় ইনিংস টানতে হবে।
এর আগে প্রথম সেশনে ঘাসে মোড়া সবুজ গালিচায় মেঘলা আকাশে টস জিতলেও বুমরা কিন্তু ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেন। তাঁর দাবি অনুযায়ী পিচে সুবজ ঘাস থাকলেও, তা খুব একটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল না। কিন্তু নতুন বল হাতে স্টার্ক, কামিন্সের গোলাগুলি সামলাতে বেশ বেগ পেতে হয় ভারতীয় দলকে। চার রানে কেএল রাহুলকে ফেরান মিচেল স্টার্ক। স্কট বোল্যান্ডের বলে ১০ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। ১৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে একটু হেরফেরেই কিন্তু ভারতের স্কোর ১৭ রানে তিন উইকেট হয়ে যেতে পারত। তবে কোহলির জীবনদানে ভারতীয় সমর্থকদের আশা বাড়ে।
শুভমন গিলকে সঙ্গে নিয়ে একটু পার্টনারশিপও গড়ছিলেন তিনি। তবে হঠাৎই সেশনের একেবারে শেষ বলে ন্যাথান লায়নের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে স্লিপে ২০ রানে ক্যাচ দিয়ে ফেরেন গিল। এক আধবার অল্পের জন্য রক্ষা পেলেও সেই ভাগ্যকে কাজে লাগাতে পারলেন না তিনি। বিরাটও তেমনই সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারলেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিরাট সিদ্ধান্ত! সিডনিতে 'বিশ্রাম'র সিদ্ধান্ত অধিনায়ক রোহিতের, উত্তাল সোশ্য়াল মিডিয়া