lND vs SA: 'বাড়িতে খেলছ নাকি... টেস্ট ক্রিকেটটাকে মজা ভেবে নিয়েছে', হঠাৎ কেন মেজাজ হারালেন পন্থ?
India vs South Africa:

গুয়াহাটি: বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। সেখানে দ্বিতীয় দিনে ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত চার উইকেট ফেলবে ভারত। তবে কোথায় কী! দিনের প্রথম সেশনে একটাও উইকেট তো পড়লই না, উল্টে মেজাজ হারালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আম্পায়ারের থেকে সতর্কবার্তাও দেওয়া হল ভারতকে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে পন্থকে একসময় বিরক্ত হয়ে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উদ্দেশে বলতে শোনা যায়, 'বাড়িতে খেলছ নাকি। দ্রুত এক বল কর। কুলদীপ দুই দুইবার ওয়ার্নিং পেলি। টেস্ট ক্রিকেটটাকে মজা ভেবে নিয়েছে।' তবে হঠাৎ এই ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করা কিপার রেগে কেন গেলেন?
What's going to be a good score for #TeamIndia to chase in the 1st innings? 💬#CheteshwarPujara backs the batters to score big in Guwahati! 🏟#INDvSA 2nd Test, Day 2 LIVE NOW 👉 https://t.co/J8u4bmcZud pic.twitter.com/vGjwWPopSm
— Star Sports (@StarSportsIndia) November 23, 2025
টেস্ট ম্যাচে সময় অপচয় কমাতে বর্তমানে আইসিসির তরফে নতুন স্টপক্লক শুরু করা হয়েছে। দুই ওভারের মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। কিন্তু কুলদীপ ৮৮তম ওভারে ফিল্ডিং সাজাতে গিয়ে বাড়তি সময় নেন। এই প্রথম নয়, এই ইনিংসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটেছে। নিয়ম অনুযায়ী আম্পায়ার দুইবার এই বিষয়ে বোলিং দলকে সতর্ক করতে পারেন। সেইমতোই সতর্ক করা হয় কুলদীপ তথা ভারতীয় দলকে। পরবর্তী ৮০ ওভারের মধ্যে যদি আর একবারও এই ঘটনা ঘটে, তাহলে কিন্তু শাস্তিস্বরূপ দক্ষিণ আফ্রিকা দলকে পাঁচ রান দেওয়া হবে।
এমনিও দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা এখনও পর্যন্ত তেমন দাঁত ফোটাতে ব্যর্থ হয়েছেন। এই প্রথমবার সিরিজ়ের কোনও সেশনে একটিও উইকেট পড়েনি। চা পানের বিরতির আগে দিনের প্রথম সেশনে প্রোটিয়া দল কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান যোগ করে। সেনুরাণ মুথুস্বামী এবং কাইল ভিরেইনা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। বলও অত্যন্ত মন্থর গতিতেই ঘোরায় মানিয়ে নিতে প্রোটিয়া ব্যাটারদের খুব একটা সমস্যা হয়নি। ভিরেইনা তো স্টেপ আউট করে বেশ সুন্দরভাবেই ব্যাট করছিলেন। তবে অবশেষে সেই স্টেপ আউট করতেই একবার বল মিস করে জাডেজাপ বলে স্টাম্প আউট হন ভিরেইনা।
মুথুস্বামী ও ভিরেইনার পার্টনারশিপ মন্থর গতির হলেও, মার্কো জানসেন ব্যাটে নামার পরেই রানের গতি বাড়ে। দুইজনে এই প্রতিবেদন লেখার সময় অষ্টম উইকেটে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। লাঞ্চ বিরতিতে প্রোটিয়া দলের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৪২৮। মুথুস্বামী ১০৭ ও জানসেন ৫১ রানে আপাতত ক্রিজে ব্যাট করছেন।




















