Rishabh Pant: আইপিএলের আগে শুরু শেষবেলার প্রস্তুতি, আলুরে পুরোদমে ম্যাচ খেললেন ঋষভ পন্থ
IPL 2024: আসন্ন আইপিএলে পন্থ প্রত্যাবর্তন ঘটালেও, তিনি কিপার-ব্যাটারের যুগ্মভূমিকা নয়, বরং কেবল ব্যাটার হিসাবে খেলতে পারেন বলেই খবর।
বেঙ্গালুরু: ২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার পর থেকে ঋষভ পন্থ (Rishabh Pant) এখনও প্রতিযোগিতামূলক কোনও ম্যাচ খেলেননি। তবে তিনি আসন্ন আইপিএলেই (IPL 2024) মাঠে নামতে চলেছেন বলে শোনা যাচ্ছে। খবর অনুযায়ী, আইপিএলের আগেই অনুশীলন ম্যাচও খেলে ফেললেন পন্থ। বেঙ্গালুরুর আলুরে তিনি পুরোদমে এই ম্যাচে অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন পরে পন্থ এই প্রথম কোনও ম্যাচে পুরোদমে অংশগ্রহণ করলেন। বিসিসিআই এবং তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের তরফে আগেই পন্থের আইপিএলে মাঠে ফেরার বিষয়ে আভাস দেওয়া হয়েছিল। তবে পন্থ আসন্ন আইপিএলে অংশগ্রহণ করলেও, তিনি কিপার-ব্যাটার নন, কেবল ব্যাটার হিসাবেই খেলবেন বলে খবর। দুর্ঘটনায় কিন্তু পন্থের ব্যাটিংয়ে কোনওরকম প্রভাব পড়েনি বলেই শোনা যাচ্ছে। ২৬ বছর বয়সি তারকা আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাবের শেষ পর্যায়ে কাজ চালাচ্ছেন।
সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য বিসিসিআইয়ের তরফে গত মাসেই লন্ডনে পন্থের চিকিৎসারও ব্যবস্থা করা হয়। তিনি আইপিএলে সুস্থ হয়ে ফের একবার ২২ গজে ফিরবেন বলে সকলেই আশাবাদী। ক্যাপিটালস তাঁর ওপর আস্থাও রেখেছে। সব ঠিকঠাক থাকলে তাঁকেই ফের এ মরশুমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিতেও দেখা যাবে। তবে কিপিংয়ের দায়িত্বটা তাঁর জায়গায় অনেক একজনকে দেওয়া হবে বলেই খবর।
পন্থের সেই বহু প্রতিক্ষিত প্রত্যাবর্তনের মঞ্চ, অর্থাৎ আইপিএল কবে থেকে শুরু হবে? সেই নিয়েও জল্পনা ছিল। তবে এরই মাঝে বড় আপডেট পাওয়া গেল। বে সূত্রের খবর, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে সূচি নির্দিষ্টভাবে ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে অরুণ ধুমাল জানিয়েছেন, 'আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করছি এবং কমবেশি সব সম্ভাবনাই খতিয়ে দেখছি। ভোটের সময়সূচি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্টতা ও ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই সেই মত আমরা সূচি ঘোষণা করব। কারণ কোন রাজ্য ভোটের জন্য কীভাবে খেলার আয়োজন করবে, সেগুলো আলোচনা সাপেক্ষ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রেহাই পেলেন না কোহলিও, বেটিং সংস্থার প্রচারে 'ডিপফেক'-র মাধ্যমে ব্যবহৃত বিরাটের মুখ, গলা