Deepfake: রেহাই পেলেন না কোহলিও, বেটিং সংস্থার প্রচারে 'ডিপফেক'-র মাধ্যমে ব্যবহৃত বিরাটের মুখ, গলা
Virat Kohli: সম্প্রতি এআইয়ের মদতে বিরাট কোহলির গলা নকল করে এক বেটিং অ্যাপ নিজেদের প্রমোশন অ্যাড চালাচ্ছে।
নয়াদিল্লি: সময়ের সঙ্গে নতুন নতুন প্রযুক্তির আগমন মানবজীবনকে আরও সহজ করে তুলেছে। তবে প্রযুক্তির অপব্যবহারের ফলে কিন্তু সমাজের প্রভূত ক্ষতিও হয়। সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে 'ডিপফেক' (Deepfake) ভিডিও, অডিও নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ থেকে সচিন তেন্ডুলকর, বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন তারকারা এর শিকার হয়েছেন। এর হাত থেকে ছাড় পেলেন না বিরাট কোহলিও (Virat Kohli)।
সম্প্রতি এআইয়ের মদতে বিরাট কোহলির গলা নকল করে এক বেটিং অ্যাপ নিজেদের প্রমোশন অ্যাড চালাচ্ছে। সেই ভিডিওতে কোহলির গলায় ব্যবহারকারীদের উদ্দেশে জানানো হচ্ছে কীভাবে ওই অ্যাপের মাধ্যমে অল্প বিনিয়োগ করেই ব্যবহারকারীরা প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় হু হু করে কোহলির এই ভিডিও ভাইরাল হয়েছে। অ্যাড অনুযায়ী কোহলি মাত্র হাজার টাকা বিনিয়োগ করে তিনদিনে ৮১ হাজার টাকা জিতেছেন।
क्या ये सच में @anjanaomkashyap मैम और विराट कोहली हैं? या फिर यह AI का कमाल है?
— Shubham Shukla (@ShubhamShuklaMP) February 18, 2024
अगर यह AI कमाल है तो बेहद खतरनाक है। इतना मिसयूज? अगर रियल है तो कोई बात ही नहीं। किसी को जानकारी हो तो बताएँ।@imVkohli pic.twitter.com/Q5RnDE3UPr
উক্ত ভিডিওতে এক টিভি সাংবাদিককেও রাখা হয়েছে। তাঁর খবর পরার এক ক্লিপ যুক্ত করে এমনভাবে ভিডিওটা বানানো যে মনে হচ্ছে লাইভ নিউজে গোটা বিষয়টি দেখানো হচ্ছে। ভিডিওর পরের দিকে কোহলির অন্য এক ইন্টারভিউয়ের ভিডিও ব্যবহার করে ক্রিকেটারের লিপ সিঙ্ক করিয়ে তাঁর ৮১ হাজার জেতার মিথ্যা মেসেজটি বলানো হয়।
সচিন এর আগে ডিপফেকের শিকার হয়ে অভিযোগও জানিয়েছিলেন। একটি গেমিং অ্যাপের প্রচারে দেখা গেল সচিনকে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট (Skyward Aviator Quest)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। তবে সচিন জানান, সেটি মোটেও তিনি নন। বরং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে সচিনকে শুধু অ্যাপটির হয়ে প্রচার করতেই দেখা যায়নি, তাঁকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এই অ্যাপ থেকে তাঁর কন্যা সারা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেই তীব্র বিরক্তি প্রকাশ করেছিলেন মাস্টার ব্লাস্টার। তবে এই ঘটনায় কোহলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: জল খেয়েই অসুখ! সাম্প্রতিক অতীতের স্মৃতি উস্কে সোশ্যাল মিডিয়ায় ময়ঙ্কের মজাদার পোস্ট