P Sen Trophy: ভবানীপুরের হয়ে ঋষির অলরাউন্ড পারফরম্যান্স, দুরন্ত শতরানে মোহনবাগানকে জেতালেন ঈশ্বরণ
P Sen Trophy 2023: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানেই ফের একবার পি সেন ট্রফি আয়োজিত হচ্ছে।
কলকাতা: ছয় বছর পরে এ মরশুমেই ফের একবার পি সেন ট্রফি (P Sen Trophy) আয়োজিত হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানেই ফের একবার এই ট্রফি আয়োজিত হচ্ছে। রবিবার (১৮ জুন) নক আউট এই টুর্নামেন্টের দুই কোয়ালিফায়ারে ভবানীপুর ক্লাব ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (Mohun Bagan A.C) নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল।
প্রথম ম্যাচে বাংলার তারকা ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) মোহনবাগানের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন। আরিয়ান ক্লাবের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকান ডান হাতি এই ব্যাটার। ১১১ বলে ১৬১ রানের ইনিংস খেলেন অভিমন্যু। শাকির হাবিব গাঁধী (Shakir Habib Gandhi) ১০৭ রানের ইনিংস খেলেন। এই দুই তারকার ব্যাটে ভর করেই ইডেন গার্ডেন্সে ২৬০ রানের বিরাট ব্যবধানে আরিয়ান ক্লাবকে (Aryan Club) হারায় মোহনবাগান। প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে মাত্র চার উইকেটের বিনিময়ে ৪৩০ রান তোলে মোহনবাগান। জবাবে মাত্র ১৭০ রানেই আরিয়ান ক্লাবের ইনিংস শেষ হয়ে যায়। দীপক পুনিয়া ও আকাশ পাণ্ডে মোহনবাগানের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন। দীপক চারটি ও আকাশ তিনটি উইকেট নেন।
দিনের দ্বিতীয় ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ভবানীপুরকে (Bhowanipore Club) জয় এনে দেন ঋষি ধবন (Rishi Dhawan)। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে খিদিরপুর স্পোর্টিংয়ের (Kidderpore Sporting Club) বিরুদ্ধে ঋষি ধবন ব্যাট হাতে ৪৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন এবং বল হাতে পাঁচ উইকেট নেন। প্রথমে ব্যাট করে ভবানীপুর ৩৬.২ ওভারে ১৭৫ রান তোলে। লক্ষ্য বড় না হলেও ৩১.১ ওভারে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ইনিংস। ৪১ রানে ম্যাচ জিতে নেয় ভবানীপুর।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভবানীপুর মাত্র ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরাট বিপাকে পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে বিবেক সিংহ ২৫ ও জীতেশ শর্মা ১৫ করে ইনিংসকে কিছুটা স্থিরতা দেন। এরপর ধবনের অর্ধশতরানের পাশাপাশি জেসল কারিয়ার ৪২ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের রসদ পায় ভবানীপুর। জবাবে খিদিরপুরের কেউই তেমন বড় রান করতে পারেননি। অরুণ চাপরানা সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?