Indian Cricket Team: 'মোটা হয়ে যাব আবার...', ভয়ে কেকই খেলেন না রোহিত, টিম হোটেলে হেসে লুটোপুটি বিরাটের
IND vs SA: গত কয়েক মাসে নিজের শরীর নিয়ে বিস্তর খেটেছেন রোহিত। প্রায় ১০ কিলো ওজন ঝড়িয়ে ফেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অভিষেক নায়ারের তত্ত্বাবধানে নিজের শরীর চর্চা করেছেন হিটম্য়ান।

বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের আনন্দে টিম হোটেলে সেলিব্রেশনে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই কেক কাটলেন নিজের ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো যশস্বী জয়সওয়াল। তবে কেক খাওয়াতেই গিয়ে বিড়ম্বনায় পড়লেন। ২ সিনিয়র ক্রিকেটার বিরাট ও রোহিত দু পাশে ছিলেন। জয়সওয়াল কেক কেটে বিরাটকে খাওয়ালেও, রোহিত খেলেন না। তিনি না কি মোটা হয়ে যাবেন, এই ভয়ে কেক না খেয়েই চলে গেলেন। যা দেখে হেসে ফেললেন বিরাট কোহলি। টিম হোটেলে এই ভিডিও ক্লিপ ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
গত কয়েক মাসে নিজের শরীর নিয়ে বিস্তর খেটেছেন রোহিত। প্রায় ১০ কিলো ওজন ঝড়িয়ে ফেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অভিষেক নায়ারের তত্ত্বাবধানে নিজের শরীর চর্চা করেছেন হিটম্য়ান। জিম সেশনে বেশি সময় কাটানো। সপ্তাহে ছয় দিন কার্ডিও, ক্রস ফিট ছাড়াও নিজের খাদ্যাভাসেও অনেক পরিবর্তন এনেছেন রোহিত। যার ফল দেখা গিয়েছে গত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সিরিজে। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সিডনিতে। সদ্য শেষ হওয়া প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও রান পেয়েছেন। শেষ ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। খাওয়ার নিয়ে কতটা সচেতন রোহিত, তা এই ঘটনা থেকেই আভাস মিলছে।
After India’s win in Vizag, the team was celebrating at the hotel by cutting a victory cake. When Jaiswal went to feed the cake to Rohit Sharma, Rohit said, "nahi bhai, me Mota ho jauga vapas"😭❤️
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 7, 2025
bRO is following a very strict diet.🫡🔥 pic.twitter.com/UGlHGHQdoY
প্রোটিয়াদের বিরদ্ধে বিশাখাপত্তনমে এক মাইলফলক স্পর্শ করলেন। মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ২০ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করে ফেললেন ভারতের মহাতারকা ক্রিকেটার। ৫৩৮টি ইনিংসে রোহিত এই গণ্ডি পার করলেন। বিশ্বক্রিকেটের এতদিনের ইতিহাসে তাঁর আগে মাত্র ১৩জন ব্যাটার এই রানের গণ্ডি পার করেছেন। এই পরিসংখ্যানই রোহিতের কৃতিত্ব বোঝানোর জন্য কিন্তু যথেষ্ট।
রোহিতের ব্যাট হাতে ইতিহাস গড়ার দিনই আবার বল হাতে নতুন কীর্তি কুলদীপ যাদবের। প্রথম ম্যাচে চার উইকেট, দ্বিতীয় ম্যাচে এক উইকেটের পর আজ ফের একবার চার উইকেট নিলেন কুলদীপ। আর এই চার উইকেটের সুবাদেই ইতিহাস গড়লেন তিনি। এই নিয়ে নিজের কেরিয়ারে ১১তম বার ইনিংসে চার উইকেট নিলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকাকে দেখলেই তিনি যেন জ্বলে উঠেন। রামধনুর দেশের বিরুদ্ধে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৬ ম্য়াচে ১৭.৫৮ গড়ে ৩৬টি উইকেট নিয়েছেন কুলদীপ। তিনিই মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে কোনও এক মাঠে ওয়ান ডেতে চারবার তিন বা ততোধিক উইকেট নিলেন। বিশাখাপত্তনমে এই নিয়ে পাঁচ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ফেললেন কুলদীপ।




















