IND vs ENG 5th Test: রোহিত-শুভমনের জোড়া শতরান, মধ্যাহ্নভোজে ৪৬ রানে এগিয়ে ভারত
Team India: ভারতীয় দল প্রথম সেশনে ৪.৩ গড়ে কোনও উইকেট না হারিয়েই ১২৯ রান যোগ করল।
ধর্মশালা: লক্ষ্য ছিল বড় রানের লিড নেওয়া। ধর্মশালায় পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) দ্বিতীয় দিনে প্রথম সেশনে শেষে সেই লক্ষ্যে যে ভারত তড়তড়িয়ে এগিয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য। ভারতের হয়ে দুই টপ অর্ডার ব্য়াটার শুভমন গিল (Shubman Gill) ও রোহিত শর্মা(Rohit Sharma, উভয়ই শতরান হাঁকালেন। মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ২৬৪/১। ভারতীয় দল বর্তমানে ৪৬ রানে এগিয়ে। রোহিত ১০২ ও গিল ১০১ রানে ব্যাট করছেন। ইতিমধ্যেই দুই তারকা ১৬০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।
দিনের শুরুটা ভারতীয় দল এক উইকেটের বিনিময়ে ১৩৫ রান থেকে। দিনের শুরু থেকেই দুই ব্যাটার দুরন্ত ছন্দে ছিলেন। ১০ ওভারের মধ্যেই ৫০ রান যোগ করে দিনের শুরুতেই নিজেদের মনোভাব পরিস্কার করে দগেয়ে ভারত। বিশেষ করে শুভমন গিল দারুণ আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন। মার্ক উডের বিরুদ্ধে এক রান নিয়ে ৬৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন গিল। দেখতে দেখতে দুইজনেই নিজেদের শতরানের দিকে অগ্রসর হন। রোহিতকে এদিন একেবারে ভয়ডরহীনভাবে নিজের ছন্দেই ব্যাট করতে দেখা যায়। অল্পের জন্য শোয়েব বশিরের বলে জীবনদান পেলেও, তাতে খুব একটা ভ্রুক্ষেপ করেননি রোহিত।
খুব সহজেই রোহিত ১৫৪ বলে নিজের ১২তম শতরান পূরণ করেন। এটি ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের চতুর্থ টেস্ট শতরান, যা ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ। কিংবদন্তি সুনীল গাওস্করের কৃতিত্বে ভাগ বসালেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় রাহুল দ্রাবিড়ের সমান ৪৮টি শতরান হয়ে গেল রোহিতের। ওই একই ওভারে বশিরের বিরুদ্ধে চার মেরে নিজের শতরান পূরণ করেন গিলও।
এই সিরিজ়ের আগে গিলের লাল বলের ক্রিকেটে ফর্ম নিয়ে যথেষ্ট সংশয় ছিল। কিন্তু চলতি সিরিজ়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন তিনি। শুভমন যে নিজের সমালোচকদের চুপ করাতে পেরেছেন, তা বলাই বাহুল্য। এই সেশনে ভারতের দুই টপ অর্ডার তারকা ৪.৩ রান প্রতি ওভারে ৩০ ওভার ব্যাট করে মোট ১২৯ রান যোগ করে। ম্যাচে লিডও নিয়ে নিয়েছে ভারত। দুই তারকা ভারতীয় দলকে কতটা এগিয়ে দিতে পারেন, পরের সেশনে সেইদিকেই নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অবিশ্বাস্য ক্যাচ শুভমনের, প্রশংসা করতে গিয়ে রোহিতের ক্ষত খুঁচিয়ে দিলেন গাওস্কর