ICC ODI Rankings: দুরন্ত বিশ্বকাপের পর ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে এগোলেন রোহিত, কত নম্বরে রয়েছেন কোহলি?
Virat Kohli: বিরাট কোহলির দখলে বর্তমানে ৭৯১ রেটিং পয়েন্ট রয়েছে।
দুবাই: সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দল ফাইনালে হেরে খেতাব হাতছাড়া করেছে। তবে গোটা টুর্নামেন্ট জুড়েই নিজেদের পারফরম্যান্সে ভারতীয় দলের দুই সবথেকে অভিজ্ঞ তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) নজর কেড়েছিলেন। ১১ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৬৫ রান করেন বিরাট কোহলি। টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন তিনি। অপরদিকে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত ৫৯৭ রান করে রানসংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।
অনবদ্য বিশ্বকাপের সুফল পেলেন টিম ইন্ডিয়ার দুই মহাতারকাই। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে রোহিতের ব়্যাঙ্কিংয়ের উন্নতি ঘটল। আর নিজের স্থান মজবুত করলেন কোহলি। দীর্ঘদিন ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে নিজের শাসন চালিয়েছেন 'কিং কোহলি'। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত, টানা ১২৫৮ দিন শীর্ষে ছিলেন কোহলি। সেই শীর্ষস্থান পুনরুদ্ধারের দিকেই দ্রুতই এগোচ্ছেন তিনি। ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ৭৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। কোহলির সঙ্গে শীর্ষে থাকা দুই ব্যাটারের কিন্তু তেমন ব্যবধান নেই। তালিকার শীর্ষে ভারতেরই তরুণ ব্যাটার শুভমন গিল রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। গিলের দখলে ৮২৬ পয়েন্ট রয়েছে, ৮২৪ পয়েন্ট রয়েছে বাবারের।
কোহলির ঠিক পরেই ব্যাটারদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। কুইন্টন ডি'ককের বদলে চারে উঠে এসেছেন রোহিত। প্রোটিয়া তারকা গোটা বিশ্বকাপ ভাল খেললেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাননি। তাই তিনি খানিকটা পিছিয়ে পড়ে পাঁচে নেমে গেলেন। ডি'ককের দখলে ৭৬০ পয়েন্ট রয়েছে। আর রোহিতের রয়েছে ৭৬৯ পয়েন্ট।
বোলিং ব়্যাঙ্কিংয়ে ভারতের দুই তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ কিন্তু প্রথম ১০-এ নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে একটু পিছিয়ে গিয়ে সিরাজ তিন নম্বরে নেমে গিয়েছেন। তাঁর দখলে বর্তমানে ৬৯৯ পয়েন্ট রয়েছে। শামি রয়েছেন ১০ নম্বরে। শামি বিশ্বকাপে মাত্র সাত ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন। দ্রুততম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নাম করেন তিনি। তবে বোলারদের তালিকার শীর্ষে এখনও নিজের দখল অব্যাহত রেখেছেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ। ওয়ান ডে অলরাউন্ডাদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন শাকিব আল হাসান। তালিকার প্রথম দশে একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন রবীন্দ্র জাডেজা।
আরও পড়ুন: আইডল গম্ভীর ফিরছেন কেকেআরে, আবেগে ভাসছেন নীতীশ রানা