(Source: ECI/ABP News/ABP Majha)
Nitish Rana on Gambhir: আইডল গম্ভীর ফিরছেন কেকেআরে, আবেগে ভাসছেন নীতীশ রানা
Gautam Gambhir: বুধবার কেকেআর মেন্টর হিসাবে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনের কথা ফ্রাঞ্চাইজির তরফে ঘোষণা করা হয়।
নয়াদিল্লি: বুধবার, ২৩ নভেম্বর সকালেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে বড় ঘোষণা করা হয়। আইপিএল ফ্রাঞ্চাইজিতে ঘরওয়াপসি ঘটতে চলেছে দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। দুই খেতাবজয়ী কেকেআর তারকা অবশ্য ক্রিকেটার নয়, এবার দলের মেন্টর হিসাবে 'সিটি অফ জয়'তে ফিরছেন। আর এই ঘোষণা শুনেই উচ্ছ্বসিত কেকেআরের তারকা ক্রিকেটার তথা গত মরশুমে দলকে নেতৃত্ব দেওয়া নীতীশ রানা (Nitish Rana)।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমি ছোটবেলায় যখন ক্রিকেট দেখা শুরু করি, তখন ভাবতেও পারিনি যে একদিন আমার আইডলের সঙ্গে একই জার্সি পরে মাঠে ভাগ করার সৌভাগ্য পাব। ওঁকে কেকেআরে মেন্টর হিসাবে পাওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ওর নেতৃত্বেই সাফল্য এসেছিল। ওঁর অধীনে ওঁর থেকে শেখা এবং উন্নতি করার জন্য আমি মুখিয়ে রয়েছি। একটা অনবদ্য সফরের শুরু হতে চলেছে।'
As a kid watching cricket, I never imagined I'd one day share the field and wear the same colors as my idol, @GautamGambhir bhai. Now, having him as our mentor at @KKRiders is nothing short of a dream. His leadership led to glory, and I can't wait to learn and grow under his… https://t.co/xwow3Fthin
— Nitish Rana (@NitishRana_27) November 22, 2023
গত বছর গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীনও কেকেআর বনাম লখনউয়ের ম্যাচের পর গম্ভীরের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান নীতীশ। দুইজনের একসঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। স্বাভাবিকভাবেই গম্ভীরকে তাই মেন্টর হিসাবে পেয়ে উচ্ছ্বসিত নীতীশ। দুইজনেই কিন্তু দিল্লির রঞ্জি দলের হয়ে খেলেছেন এবং নেতৃত্বও দিয়েছেন।
গম্ভীর কেকেআরে ফেরায় উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ খানও। তিনি গম্ভীরকে স্বাগত জানিয়ে লেখেন, 'গৌতম গম্ভীর বরাবরই কেকেআর ফ্যামিলির অংশ। আমাদের অধিনায়ক এবার মেন্টর রূপে ফিরে এসেছেন।..' 'সিটি অফ জয়'তে ফিরে গম্ভীর কিন্তু নিজেও উচ্ছ্বসিত। অধিনায়ক হিসাবে পেরেছিলেন, এবার মেন্টর হিসাবে সাফল্য এনে দিতে পারেন কি না সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: খেলা তো দূর, ২০১৫ সালে অস্ত্রোপ্রচারের পর শামির হাঁটা নিয়েই তৈরি হয়েছিল সংশয়!