IND vs ENG: শুধু বিরাট নন, ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনেও
Rohit Sharma: রোহিত শর্মা ইতিমধ্যেই আন্তর্জাতিক ওয়ান ডেতে ২৫৭টি ইনিংসে ১০৮৬৬ রান করে ফেলেছেন।

নয়াদিল্লি: ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের দাপট অব্যাহত রয়েছে। জস বাটলারদের বিরুদ্ধে সদ্যই পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ় ৪-১ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। এরপর বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের ওয়ান ডে সিরিজ়। ৫০ ওভারের এই ধুন্ধুমার সিরিজ়ে ভারতীয় দলের দুই অভিজ্ঞ মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটেছে। সেই সিরিজ়েই কিন্তু দুই তারকার সামনেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেলার সুযোগ রয়েছে।
রোহিত শর্মার হালে ব্যাটিং ফর্ম একেবারেই ভাল নয়। বড় রান পাননি তিনি। তবে ৫০ ওভারের ক্রিকেটে তাঁর রেকর্ড যে ঈর্ষণীয়, তা বলার অপেক্ষা রাখে না। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ওয়ান ডেতে ২৫৭টি ইনিংসে ১০৮৬৬ রান করে ফেলেছেন। আর ১৩৪ রান করলেই কিন্তু রোহিত ১১ হাজার রানের গণ্ডি পার করবেন। তিনি ইংল্যান্ড সিরিজ় তো বটেই, পরবর্তী ১৮ ইনিংসেও যদি এই রান করতে পারেন, তাহলেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দেবেন।
'মাস্টার ব্লাস্টার' সচিন ২৭৬ ইনিংসে ১১ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করেছিলেন। 'হিটম্যান'-র সামনে তাঁকে পিছনে ফেলার সুবর্ণ সুযোগ রয়েছে। অবশ্য তিনি কিন্তু দ্রুততম হিসাবে এই কৃতিত্ব গড়বেন না। সেই রেকর্ড রয়েছে তাঁর সতীর্থ বিরাট কোহলির দখলে। কোহলি মাত্র ২২২টি ইনিংসে ১১ হাজার ওয়ান ডে আন্তর্জাতিক রানের গণ্ডি পার করেছিলেন। আপাতত এই তালিকায় প্রথম পাঁচে সচিন ও বিরাট বাদেও রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ২৮৮ ইনিংসে ১১ হাজার ওয়ান ডে রান করেছিলেন।
অপরদিকে, কোহলি এই সিরিজ়ে ১৪ হাজার ওয়ান ডে আন্তর্জাতিক রান পূরণ করতে পারেন। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হিসাবে ১৪ হাজার রান করে ফেলতে পারেন ৩৬ বছরের তারকা। এর আগে যে রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে যে নজির গড়েছেন সচিন। সেটা ছিল সচিনের সাড়ে তিনশোতম ম্যাচ। এই মুহূর্তে কোহলির ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৩৯০৬ রান রয়েছে। ২৮৩ ওয়ান ডে খেলেছেন তিনি। ৫৮.১৮ ব্যাটিং গড়ে রান করেছেন। সুতরাং, সচিনের বেশ খানিকটা কম সময়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি।
আরও পড়ুন: 'পারফরম্যান্স খারাপ হলে কতকিছুই শোনা যায়', টিম ইন্ডিয়া সাজঘরে বিবাদের জল্পনা নিয়ে দাবি গম্ভীরের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
