IND vs SL 2nd ODI: ভ্যান্ডারসের ভেল্কিতে কুপোকাত ভারত, সাত ম্যাচ পরে ওয়ান ডেতে টিম ইন্ডিয়াকে হারাল শ্রীলঙ্কা
Indian Cricket Team: ৯৭ রানের ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও ১১১ রানে দশ উইকেট হারিয়ে হতাশাজনকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হল ভারতীয় দল।
কলম্বো: রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত হাফসেঞ্চুরি। ২৪১ রান তাড়া করতে নেম ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে ৯৭ রান যোগ করেন ভারতীয় অধিনায়ক। তাও ৩২ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs SL 2nd ODI) হারতে হল ভারতীয় দলকে। সৌজন্য়ে জেফ্রি ভ্যান্ডারসে (Jeffrey Vandersay)। ছয় ছয়টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামান লঙ্কান স্পিনার। সিরিজ়ে ১-০ এগিয়ে গেল দ্বীপরাষ্ট্র।
৯৭ রানের ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও ১১১ রানে দশ উইকেট হারিয়ে হতাশাজনকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হল ভারতীয় দল। সাত ম্যাচ পরে ওয়ান ডেতে টিম ইন্ডিয়াকে হারাল শ্রীলঙ্কা। সব ঠিকঠাক থাকলে ভ্যান্ডারসের কিন্তু এই ম্যাচ খেলারই কথা ছিল না। প্রথম ওয়ান ডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট তাঁকে দলে সুযোগ পাইয়ে দেয়। প্রথম সারির চার ফাস্ট বোলারের চোট এবং হাসারাঙ্গার অনুপস্থিতিতে এই ম্যাচে পাঁচ স্পিনার নিয়ে মাঠে নামে দ্বীপরাষ্ট্র। সেই পরিকল্পনা যে তাঁদের কাজেই লেগেছে তা বলাই বাহুল্য।
তবে ভারতীয় ইনিংসের শুরুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভাবে হয়েছিল। যতক্ষণ রোহিত শর্মা ব্যাট করছিলেন, ততক্ষণ নিশ্চিন্তে ছিল টিম ইন্ডিয়ার সাজঘর। দুরন্ত গতিতে জয়ের দিকেই এগোচ্ছিল ভারতীয় দল। মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভারতীয় অধিনায়ক। তবে ৬৪ রানে রোহিত আউট হতেই ব্যাটিং ধস নামে। গিল (৩৪), বিরাট কোহলি (১৪), শিবম দুবে (০), শ্রেয়স আইয়ার (৭), কেএল রাহুলদের (০) সকলকে একে একে সাজঘরে ফেরত পাঠান ভ্যান্ডারসে।
১৪৭ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিংকে অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর খানিক অক্সিজেন প্রদান করেন। সপ্তম উইকেটে দুইজনে যোগ করেন ৩৮ রান। তবে অক্ষর ৪৪ রানে আউট হওয়ার পর আর তেমন কেউ লড়াই করতে পারেননি। ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভ্যান্ডারসের ছয় উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ টাই হয়েছিল। এই ম্যাচ শ্রীলঙ্কা জিতল। তাই ভারতের সিরিজ় জয়ের আশা কিন্তু শেষ হয়ে গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মাত্র পঞ্চম খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে কেরিয়ার গোল্ডেন স্ল্যামের মালিক জকোভিচ, প্যারিসে জিতলেন সোনা