Rohit Sharma: কবে অবসর নিচ্ছেন রোহিত শর্মা? ইতিমধ্যেই বোর্ড কর্তাদের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক?
Indian Cricket Team: ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের পর বোর্ডের সঙ্গে দলের অধিনায়ক, কোচ গত সপ্তাহেই বৈঠকে বসেছিলেন।
নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-৩ পরাজয়ের জেরে ভারতীয় দল আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। সেখানে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠাটা স্বাভাবিক। ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের পর বোর্ডের সঙ্গে দলের অধিনায়ক, কোচ গত সপ্তাহেই বৈঠকে বসেন। রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। সেই বৈঠকেই নাকি রোহিত নিজের ভবিষ্যৎ সম্পর্কে বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেন।
রোহিত যেখানে ব্যর্থ হচ্ছেন সেখানে অধিনায়ক বুমরার সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে অটোমেটিক বিকল্প হিসাবে সামনে এনেছে। অনেক মহল থেকে বুমরাকে অধিনায়ক করার ডাক দেওয়া হচ্ছে, আবার অনেকে সন্দিহানও। তবে এমন পরিস্থিতিতে রোহিত নাকি নিজেই বোর্ডের কর্তাদের জানিয়েছেন তিনি আরও কয়েকমাস টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক হিসাবে বহাল থাকতে চান এবং তারপরে তিনি অবসর নেবেন। রোহিত এখনই দলের নেতৃত্ব ছাড়তে নাকি প্রস্তুত নন।
তবে আর কতদিন খেলতে দেখা যাবে রোহিতকে? তিনি নাকি বোর্ড কর্তাদের ওই বৈঠকেই জানিয়েছেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তিনি হয়তো অবসর নেবেন। সেই সময়ের বোর্ডকে তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার জন্যও বলেছেন বর্তমান টিম ইন্ডিয়া অধিনায়ক। তবে রোহিতের বদলে বুমরাকে দায়িত্ব দিতে বোর্ড খুব একটা আগ্রহী নয় বলেই দাবি করা হচ্ছে। বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বিষয়। অতীতে চোট কবলে পড়েছেন। তাই তাঁর পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব নয়। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টর কারণে তাঁকে পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে নিয়োগ করা নিয়ে বোর্ড কর্তাদের ভাবাচ্ছে।
এমনকী আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণাও তাঁর ফিটনেসের দিকে নজর রেখেই পিছনো হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। তবে আসন্ন রবিবারের মধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হতে পারে বলে বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্ল। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল নিজেদের সবকয়টি ম্যাচই দুবাইয়ে খেলবে। এর জেরে টিম ইন্ডিয়া বাড়তি সুবিধাও পাচ্ছে বলে দাবি প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের।
প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার সালিম আলতাফ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দাবি করেন, 'ভারতই একমাত্র দল যারা জানে যে তারা সেমিফাইনাল ও ফাইনাল কোন মাঠে খেলতে নামবে। বাকি দলগুলি কিন্তু গ্রুপ পর্ব শেষ হওয়ার পরেই সেই বিষয়ে অবগত হবে। বাকি দলগুলির মতো ভারতকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও হবে না। একই মাঠে খেলা হওয়ায় ভিন্ন পরিবেশ পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারও নেই। এটা অন্য দলগুলির সঙ্গে একেবারেই ঠিক হচ্ছে না। বাকি ক্রিকেট বোর্ডগুলি এই বিষয়ে কিছু না বলায় আমি সত্যি বলতে খানিকটা অবাকই।'
আরও পড়ুন: কোচ-অধিনায়ক বিভেদ! রোহিত ও গৌতম গম্ভীরের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি