Rohit Sharma: কোথায় লুকিয়ে ভারতের সাফল্যের রহস্য? ম্যাচের সেরা হয়ে জানালেন ক্যাপ্টেন রোহিত
তাঁর ফর্ম নিয়ে সমালোচনার ঝড় চলছিল। সব সমালোচকদের জবাব দিলেন কটকের বরাবাটি স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করলেন রোহিত শর্মা।

কটক: তাঁর ফর্ম নিয়ে সমালোচনার ঝড় চলছিল । সব সমালোচকদের জবাব দিলেন কটকের বরাবাটি স্টেডিয়ামে । ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করলেন রোহিত শর্মা (Rohit Sharma) । ম্যাচের সেরাও হয়েছেন তিনি ।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, 'এখানে ব্যাটিং খুব উপভোগ করেছি । দলের জন্য রান পেলাম । সিরিজ সরু সুতোয় ঝুলছিল । গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল । আমি কীভাবে ব্যাট করতে চেয়েছিলাম, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা হয়েছে । টি-২০ ক্রিকেটের চেয়ে এই ফর্ম্যাট অনেকটাই লম্বা । টেস্ট ক্রিকেটের চেয়ে আবার অনেক সংক্ষিপ্ত ফর্ম্যাট । তবু পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি বুঝে ব্যাট করতে হয় । আমি মনোনিবেশ করতে চেয়েছিলাম । সেই সঙ্গে চেয়েছিলাম যতক্ষণ বেশি সম্ভব ব্যাট করে যাওয়া যায় । কালো মাটির পিচে খেললে বল একটি স্কিড করে যায় । যে কারণে ব্যাটের পুরো প্লেট সামনে রেখে খেলতে হয় । তখন ওরা শরীর লক্ষ্য করে বল করতে শুরু করল । জায়গা দিচ্ছিল না । সেইভাবে আমার পরিকল্পনা তৈরি করি । আমি ফিল্ডিংয়ের ফাঁক দেখে রান করছিলাম । অবশ্যই আমি গিল ও শ্রেয়সের থেকে দারুণ সমর্থন পেয়েছিলাম । আমরা একে অপরের সঙ্গে ব্যাটিং উপভোগ করি । গিল দারুণ ঘরানার ক্রিকেটার । আমি ওকে কাছ থেকে দেখেছি । পরিস্থিতির চাপে মাথা নোয়ায় না । পরিসংখ্যানই হয়তো ওর হয়ে কথা বলবে ।'
আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে
রোহিত আরও বলেছেন, 'মাঝের ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ । ম্যাচ যেদিকে হোক যেতে পারত । মাঝের ওভারগুলোতে রান বার করে নিতে পারলে শেষের দিকে দুশ্চিন্তা হয় না । ওয়ান ডে সিরিজের দুটি ম্যাচেই আমরা মাঝের ওভারে রান করেছি । আবার মাঝের ওভারে উইকেট তুলতে পারলে প্রতিপক্ষকে আটকে রাখা যায় । আমরা দল হিসাবে আরও উন্নতি করতে চাই । আমি আগের ম্যাচের পরেও বলেছিলাম যে, আমরা দল হিসাবে উন্নতি করতে চাই । যতদিন ক্রিকেটারেরা স্পষ্টভাবে জানছে যে, তাদের কী কাজ আর কী ভূমিকা, তখন আর কোচ ও অধিনায়ককে বেশি ভাবতে হয় না ।'
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচেও ননী ছিঃ ছিঃ ছিঃ, হেসে ফেললেন কোহলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
