HoyMaNoyBouma:চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট হতে চেয়েছিলেন,এখন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ
ABP Ananda Live: চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট হতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যচক্রে তিনি এখন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। কলকাতায় বাইপাসের ধারের ফ্ল্যাটে তাঁর নিজের অধিকার কম, পোষ্যদের অধিকারই বেশি।মিশমি দাস ঘুরে দেখালেন তাঁর ফ্ল্যাটের ইন্টিরিয়র।
পাঁচ থেকে দশ মিনিট অন্তর বাজতে থাকে অ্যালার্ম। ভোর চারটে থেকেই টানা অ্যালার্ম বাজে। এত অ্যালার্মের প্রয়োজন পড়ে কেন? নিজের ফোন-ফিরিস্তি শুনিয়ে কী বলছেন আদনান খান? শতবর্ষ পার করেও ধারে মরচে ধরেনি। রক্তকরবী আজও সমান প্রাসঙ্গিক। নন্দিনী আজও সমান স্ববাক। আজকের রাজনৈতিক আর সামাজিক ছবি ধরা পড়বে রক্তকরবীতে।
হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সকাল সকাল। সাতসকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। আর তার জেরেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।
মঙ্গলবার সকালেরই রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ায় একটি কন্টেনার। এমন ভাবে গাড়িটি রাস্তা আটকে দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায়। এর ফলে যে অ্যাপ্রোচ রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে শিবপুর থানার পুুলিশ।
All Shows






























