Rohit Sharma: ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরি, রেকর্ড ঝুড়ি ঝুড়ি, অধিনায়ক রোহিত শর্মার ঈর্ষণীয় স্কোরকার্ড
Indian Cricket Team: ২০১৭ থেকে ২০২৫ - সব মিলিয়ে ৫৬টি ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত।

আমদাবাদ: এই ঘোষণার জন্য তৈরি ছিলেন না প্রায় কেউই।
ভারতের ওয়ান ডে দলের নেতৃত্বের মুকুট কেড়ে নেওয়া হল রোহিত শর্মার (Rohit Sharma) হাত থেকে। পরিবর্তে ওয়ান ডে ক্রিকেটেও শুরু হতে চলেছে অধিনায়ক শুভমন গিলের যুগ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন। ভারতের অধিনায়ক হিসাবে শেষ ওয়ান ডে টুর্নামেন্টেও যিনি দেশকে ট্রফি দিয়েছিলেন, সেই রোহিত শর্মার সিংহাসন কেড়ে নেওয়া হল। চলতি বছরেই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক রোহিত এবার অতীত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে তিনি সুযোগ পেয়েছেন শুধু স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবে।
২০১৭ সালে প্রথম ওয়ান ডে ক্রিকেটে ভারতের নেতৃত্ব দেন রোহিত। পরে ২০২১ সালে বিরাট কোহলিকে সরিয়ে পাকাপাকিভাবে ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক করা হয় রোহিতকে। ক্যাপ্টেন রোহিতের ওয়ান ডে রেকর্ড কীরকম? রইল ঝলক।
২০১৭ থেকে ২০২৫ - সব মিলিয়ে ৫৬টি ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ৪২ ম্যাচ। পরাজয় ১২ ম্যাচে। একটি ম্যাচ টাই হয়েছিল। কোনও ফলাফল হয়নি একটি ম্যাচে। সব মিলিয়ে অধিনায়ক রোহিতের জয়ের হার ৭৫ শতাংশ। যা ঈর্ষণীয়।
অনেকেই জানেন না যে, পঞ্চাশটি বা তার বেশি ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, এরকম অধিনায়কদের মধ্যে জয়ের নিরিখে সফলতম রোহিত শর্মা।
৫৬ ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়ে রোহিত জিতেছেন ৭৫ শতাংশ ম্যাচ। ভারতকে সবচেয়ে বেশি, ২০০টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। ক্যাপ্টেন কুলের নেতৃত্বে ১১০টি ম্যাট জিতেছে ভারত। পরাজয় ৭৪ ম্যাচে। ধোনির জয়ের হার ৫৫ শতাংশ। তাঁর নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
আর এক বিশ্বকাপজয়ী অধিনায়ক, কপিল দেব ৭৪ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ৩৯ ম্যাচ। হার ৩৩ ম্যাচে। ক্যাপ্টেন কপিলের জয়ের হার ৫২.৭০ শতাংশ।
১৭৪ ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন মহম্মদ আজহারউদ্দিন। তার মধ্যে ভারত জিতেছিল ৯০টি ম্যাচ। পরাজয় ৭৬ ম্যাচে। আজহারউদ্দিনের জয়ের হার ৫১.৭২ শতাংশ।
ওয়ান ডে ফর্ম্যাটে ৭৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সচিন তেন্ডুলকর। তার মধ্যে ভারত জিতেছে ২৩ ম্যাচে, হার ৪৩ ম্যাচে। সচিনের জয়ের হার মাত্র ৩১.৫০ শতাংশ।
ভারতকে ওয়ান ডে ক্রিকেটে ১৪৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ৭৬টি ম্যাচে জিতেছে ভারত। হার ৬৫ ম্যাচে। সৌরভের জয়ের হার ৫২.০৫ শতাংশ।
সৌরভের পরই ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক হন রাহুল দ্রাবিড়। দ্য ওয়ালের নেতৃত্বে ৭৯ ম্যাচ খেলে ৪২টি ম্যাচে জেতে ভারত। হার ৩৩টি ম্যাচে। দ্রাবিড়ের জয়ের হার ৫৩.১৬ শতাংশ।
ওয়ান ডে ক্রিকেটে জয়ের নিরিখে রোহিতই সবার ওপরে। তাঁর ঠিক পরেই, দু'নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৯৫ ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন কিংগ কোহলি। তার মধ্যে ৬৫টি ম্যাচে জেতে ভারত। ২৭ ম্যাচে পরাজয় হজম করতে হয়। জয়ের হার ৬৮.৪২ শতাংশ।
অধিনায়ক হিসাবে ৫৬ ওয়ান ডে ম্যাচে ২৫০৬ রান করেছেন রোহিত। পাঁচটি সেঞ্চুরি। রয়েছে ডাবল সেঞ্চুরিও। সর্বোচ্চ রান অপরাজিত ২০৮। ৫২.২০ ব্যাটিং গড় রেখে রান করেছেন হিটম্যান। যা তাঁর কেরিয়ারের ব্যাটিং গড়ের চেয়েও ভাল।




















