Rohit Sharma: সচিন, সুনীলদের পাশে এবার রোহিত, ওয়াংখেড়েতে ভারতীয় অধিনায়কের নামে নামাঙ্কিত হচ্ছে স্ট্যান্ড
Mumbai Cricket Association: এমসিএ-র ৮৬তম বার্ষিক সাধারণ সভায় ডিভিচা প্যাভেলিয়ান লেভেল ৩-র নাম বদলে রোহিত শর্মাের নামে তা নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুম্বই: রোহিত গুরুণাথ শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বজয়, গুচ্ছ খেতাব, আইপিএলের সফলতম অধিনায়ক। আজ থেকে বছর ২০-২৫ আগে এক ছোট্ট ছেলে যখন কিটব্যাগ নিয়ে মুম্বইয়ের লোকাল ট্রেনে বোরিভালি থেকে রোজ ঘণ্টা দু'য়েকের যাত্রা করে অনুশীলন করা শুরু করেছিল, তখন সে হয়তো এতকিছু ভাবেনি। শুধু স্বপ্ন ছিল ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা। তবে স্রেফ অনবদ্য প্রতিভায় ভর করে সেই ছেলেটিই আজ টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাঁর সাফল্যের ঝুলি উপচে পড়ছে। সেই ছোট্ট ছেলেটি কি কোনদিন ভাবতে পেরেছিল যে তাঁর নামে মুম্বইয়ের বিখ্যাত স্টেডিয়ামে গোটা একটা স্ট্যান্ড হবে? হ্যাঁ, ভারতীয় অধিনায়ককে সম্মান জানাতে এক বিরাট উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mumbai Cricket Association)।
ভারতীয় ক্রিকেটের পীঠস্থান হিসাবে পরিচিত মুম্বই। সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্করের মতো বিশ্ব কাঁপানো ক্রিকেটার উঠে এসেছেন এইখান থেকেই। সেই কিংবদন্তি ক্রিকেটারদের নামের পাশে এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শোভা পাশে রোহিত শর্মার নামের স্ট্যান্ডও। এমসিএ-র ৮৬তম বার্ষিক সাধারণ সভায় ডিভিচা প্যাভেলিয়ান লেভেল ৩-র নাম বদলে রোহিত শর্মাের নামে তা নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু রোহিত নয়, প্রাক্তন ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকার ও প্রাক্তন বিসিসিআই সভাপতি শরদ পাওয়ারের নামেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি করে স্ট্যান্ড নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্ষিক সাধারণ সভার পর এমসিএ সভাপতি অজিঙ্ক নায়াক বলেন, 'আজকের এই সিদ্ধান্তটা মুম্বই ক্রিকেটের পিলারদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আরও শক্তিশালী ও উন্নত ভবিষ্যৎ গড়ার প্রতি আমাদের দায়বদ্ধতার পরিচয়বাহক।'
ওয়াংখেড়েতে এর আগে সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার এবং বিজয় মার্চেন্টের নামে স্ট্যান্ড রয়েছে। এবার এই সকল কিংবদন্তির সঙ্গে একই সারিতে জুড়ল রোহিত শর্মার নামও। বর্তমানে ভারতীয় দলের টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের হয়ে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন 'হিটম্যান'। একটিতে ছিলেন অধিনায়ক। গত বছরের অধিনায়ক হিসাবে বিশ্বজয়ের পর এ বছরেই দিনকয়েক আগে চ্যাাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবেও জিতেছেন রেকর্ড পাঁচটি আইপিএল।
এর পাশাপাশি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, ১৭টি ওয়ান ডে এবং ২৫টি বিশ ওভারের ম্যাচও খেলেছেন। এবার এক স্মরণীয় কেরিয়ারের জন্য এই বিশেষ সম্মান পেলেন তিনি।




















