Duleep Trophy: শেষবার কবে দলীপ ট্রফি খেলেছিলেন রোহিত ও বিরাট?
Rohit Sharma Duleep Trophy: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সব ক্রিরেটারেরা দলীপ ট্রফি খেুলক, চাইছে বোর্ডও। তাই অভিজ্ঞ রোহিত ও বিরাটকেও এবার দলীপ ট্রফিতে দেখা যেতে পারে।
মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে ফের দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sahrma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হারতে হয়েছে। যা কিছুটা ধাক্কা দিয়েছে ভারতীয় শিবিরে। মাঝে অনেকটা সময় আছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ১৯ তারিখ থেকে। তার আগে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সব ক্রিরেটারেরা দলীপ ট্রফি খেুলক, চাইছে বোর্ডও। তাই অভিজ্ঞ রোহিত ও বিরাটকেও এবার দলীপ ট্রফিতে দেখা যেতে পারে। দলে রাখা হতে পারে তাঁদের।
শেষবার কবে দলীপ ট্রফি খেলেছিলেন রোহিত শর্মা?
২০১৬ সালে শেষবার দলীপ ট্রফি খেলেছিলেন ভারত অধিনায়ক। তখন রোহিতের বয়স ছিল ২৯ বছর। ইন্ডিয়া ব্লু দলের হয়ে খেলেছিলেন রোহিত সেবার। ইন্ডিয়া রেড দলের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নেমেছিলেন রোহিত। ম্য়াচে অবশ্য বিশাল কিছু প্রভাব ফেলতে পারেননি রোহিত। চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭৫ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন রোহিত। এরপরই ইনিংস ডিক্লেয়ার করে ইন্ডিয়া ব্লু। ম্য়াচে ১০ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। ইন্ডিয়া ব্লু সেই ম্য়াচে ৩৫৫ রানে জয় ছিনিয়ে নেয়।