Rohit Sharma-Virat Kohli: বিরাট, রোহিতের ভবিষ্যৎ নির্ধারণ, এই বিশেষ দিনেই বড় ঘোষণা করতে পারে ভারতীয় বোর্ড
BCCI: সোমবার বা মঙ্গলবারই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করতে পারে ভারতীয় বোর্ড।

মুম্বই: ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা (Rohit sharma), ও বিরাট কোহলি (Virat Kohli)। হালে দুই ফর্ম্যাট থেকে অবসরের পর তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্নচিহ্ন ছিল। অনেকেই সংশয়ে ছিলেন যে আদৌ ২০২৭ সালের বিশ্বকাপে দুই মেগাস্টারকে দেখা যাবে তো? তবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ় এবং তারপরে বিজয় হাজারে ট্রফিতে রো-কোর পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছে তাঁরা এখনও ফুরিয়ে যাননি। তবে সোমবার বা মঙ্গলবারই তাঁদের নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড।
রোহিত এবং বিরাট এখন কেবল এক ফর্ম্যাটেই খেলেন। এতদিন পর্যন্ত ভারতীয় বোর্ডের চুক্তিতে 'এ+' অর্থাৎ সর্বোচ্চ স্তরে তাঁরা ছিলেন। বিসিসিআই এখনও নিজেদের বার্ষিক চুক্তির (BCCI Contracts) তালিকা প্রকাশ করেন। তাই মাত্র এক ফর্ম্যাট খেলা তারকাদ্বয়কে আসন্ন বার্ষিক চুক্তিতে সর্বোচ্চ স্তরে রাখা হবে কি না, সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। একাধিক রিপোর্ট অনুযায়ী তাঁদের বার্ষিক চুক্তিতে অবনমন ঘটতে পারে। তবে এখনও এই বিষয়ে নিশ্চিত করেই কেউই কিছু বলতে পারছেন না।
রোহিত, বিরাটের বার্ষিক চুক্তি নিয়ে সংশয় থাকলেও, একটা বিষয় মোটামুটি স্পষ্ট বোর্ডের চুক্তিতে শুভমন গিলের উন্নতি ঘটতে চলেছে। শুভমনকে টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তিনি সদ্য ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও, গত সিরিজ় অবধি এই ফর্ম্য়াটে গিল সহ-অধিনায়ক ছিলেন। তাই শোনা যাচ্ছে বাড়তি দায়িত্বের সঙ্গে সঙ্গে গিলের চুক্তিতে গ্রেডও বাড়ছে। তিনি 'এ+' অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের চুক্তি পেতে চলেছেন।
গিলের পাশাপাশি তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরাকে এই সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা হতে পারে। বোর্ডের সঙ্গে ঝামেলা, ঘরোয়া ক্রিকেটের ম্য়াচ খেলতে মানা, এইসব না না অভিযোগের পরেই একসময় ঈশান কিষাণ ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন। তবে সেই 'বনবাস' কাটিয়ে হালেই তারকা কিপার-ব্যাটার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন। খবর অনুযায়ী নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়েও তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এই কামব্য়াকের সরাসরি প্রভাব তাঁর চুক্তিতেও পড়তে চলেছে।
ঈশান গত বছর বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির আওতায় না থাকলেও, তিনি চুক্তির আওতায় পুণরায় আসতে চলেছেন। এছাড়াও বার্ষিক চুক্তি নিয়ে হওয়া বৈঠকে বিসিসিআই আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের বেতন নিয়েও আলোচনা করতে পারে বলে খবর। এক, দুইদিনেই বোর্ডের তরফে চুক্তির তালিকা পাঠানো বলেই আশা করা হচ্ছে।




















