Rohit On Ritika: তুমি পাশে আছো বলেই... কঠিন সময়ে স্ত্রীর জন্মদিনে মন জিতে নিল রোহিতের পোস্ট
India vs Australia: ২১ ডিসেম্বর, শনিবার রোহিতের ঘরনি রীতিকা সজদেহর (Ritika Sajdeh) জন্মদিন। আর স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন হিটম্যান।
মেলবোর্ন: তাঁর দল কঠিন পরীক্ষার মুখে। প্রথমে ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে লজ্জার হোয়াইটওয়াশ। তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পরেও অ্যাডিলেডে লজ্জার হার। ব্রিসবেনে তৃতীয় টেস্টেও বৃষ্টি সহায় না হলে হেরে যেতে পারত টিম ইন্ডিয়া। ব্যাট হাতে রোহিত শর্মার (Rohit Sharma) সময়ও ভাল যাচ্ছে না। দলে তাঁর জায়গা নিয়েই এখন গুরুতর প্রশ্ন।
আর সেই আবহেই ২১ ডিসেম্বর, শনিবার রোহিতের ঘরনি রীতিকা সজদেহর (Ritika Sajdeh) জন্মদিন। আর স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন হিটম্যান।
সোশ্যাল মিডিয়ায় রীতিকার সঙ্গে নিজের ও পরিবারের এক গুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোহিত। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'রিৎস, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জীবনের পথে এটা জেনে হাঁটতে পেরে খুব কৃতজ্ঞ যে, তুমি আমার পাশে রয়েছো। জন্মদিন খুব ভাল কাটুক।'
View this post on Instagram
২৬ ডিসেম্বর, বক্সিং ডে টেস্ট শুরু মেলবোর্নে। সেই ম্যাচে ভাল কিছু করতে মরিয়া থাকবে ভারত। যদিও সিরিজের মাঝপথে যেভাবে আর অশ্বিন অবসর ঘোষণা করেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রোহিত যদিও জানিয়েছেন যে, দলের প্রথম একাদশে জায়গা হারানোর পরই হয়তো অবসরের সিদ্ধান্ত নেন অশ্বিন। রোহিত বলেছেন, 'ও হয়তো ভেবেছে আমাকে যদি প্রয়োজনই না হয় তাহলে সিরিজে থেকে কী লাভ। খেলাকে বিদায় জানাই। তবে এ কথাও ঠিক যে, আমরা এখনও মেলবোর্নে যাইনি। ওখানে কী ধরনের পরিবেশ থাকবে, কী কম্বিনেশন নিয়ে খেলব জানি না। অ্যাশের কথায় শুধু বলতে পারি, ও যদি এরকমই ভেবে থাকে তবে সেই ভাবনার জায়গা দেওয়া উচিত। আমাদের সকলের ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং এই সময়ে ওর পাশে থাকা উচিত।'
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।