Rovman Powell: টি-টোয়েন্টিতে গেলকে টেক্কা দিতে পারেন কেকেআরের জার্সিতে খেলা এই অলরাউন্ডার
WI vs AUS: টি-টােয়েন্টি ফর্ম্য়াটে গেলকে টেক্কা দেওয়া মানে বিশাল ব্যাপার। ব্যাট হাতে এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগে, দাপট দেখিয়েছেন সবসময় প্রাক্তন বাঁহাতি ওপেনার।

বার্বাডোজ: টেস্ট সিরিজে ক্লিনস্যুইপ হতে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন করতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। বিশেষ করে প্রথম টি-টোয়েন্টিতে কুড়ির ফর্ম্য়াটে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে রভমন পাওয়েলের সামনে। তাও আবার ইউনিভার্সাল বস ক্রিস গেলকে টেক্কা দিয়ে।
টি-টােয়েন্টি ফর্ম্য়াটে গেলকে টেক্কা দেওয়া মানে বিশাল ব্যাপার। ব্যাট হাতে এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগে, দাপট দেখিয়েছেন সবসময় প্রাক্তন বাঁহাতি ওপেনার। গেল দেশের জার্সিতে ৭৯ টি-টােয়েন্টি ম্য়াচ খেলেছেন। ৭৫টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। তিনি দেশের জার্সিতে কুড়ির ফর্ম্য়াটে মোট ১৮৯৯ রান করেছেন। যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দ্বিতীয় সর্বাধিক রান। কিন্তু এবার গেলের সেই রেকর্ড ভেঙে যেতে পারে। আর মাত্র ২৫ রান করলেই গেলকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবেন কেকেআরের জার্সিতে গত মরশুমে আইপিএল খেলা এই ক্যারিবিয়ান তারকা।
এখনও পর্যন্ত পাওয়েল নিজের টি-টােয়েন্টি কেরিয়ারে দেশের জার্সিতে ৯৫ ম্য়াচে খেলেছেন। ৮৩ ইনিংসে ব্যাট করে ১৮৭৫ রান করেছেন। ১০৭ রানের একটি শতরানের ইনিংস রয়েছে। এছাড়া ৯টি অর্ধশতরান রয়েছে। অন্য়দিকে তালিকায় শীর্ষে আছেন নিকোলাস পুরাণ। যদিও বাঁহাতি ক্যারিবিয়ান উইকেট কিপার ব্যাটার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি ১০৬ ম্য়াচে ২২৭৫ রান করে তালিকায় সবার আগে রয়েছে। আসন্ন সিরিজে না হলেও আগামী ১-২ বছরের মধ্য়ে পাওয়েল যদি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভাল খেলেন, তবে তিনি পুরাণকেও টেক্কা দিতে পারেন। তালিকায় শীর্ষে উঠে আসতে পারেন।
জাতীয় দলের হয়ে ৩৭ বছর বয়সি অলরাউন্ডার রাসেল একটি টেস্ট, ৮৪টি বিশ ওভারের ম্যাচ ও ৫৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক মঞ্চে দুই হাজারের অধিক রান, শতাধিক উইকেট রয়েছে তাঁর দখলে। শুরুর দিকে একাধিক ফর্ম্যাটে খেললেও ২০১৯ বিশ্বকাপের পর থেকে তিনি ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটই খেলেছেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরই ভারত ও শ্রীলঙ্কায় বসবে বিশের বিশ্বকাপের আসর। তার সাত মাস আগেই রাসেলের এই অবসরের সিদ্ধান্ত সকলকে খানিকটা চমকেই দিয়েছে। কয়েকদিনের ব্যবধানেই এটা ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় হাইপ্রোফাইল অবসর। এর আগেই নিকোলাস পুরান সব ফর্ম্য়াট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এবার দলের বিশ্বকাপজয়ী তারকা রাসেলও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। বিশ্বকাপের আগে যা কিছুটা চিন্তায় ফেলতে পারে ক্যরিবিয়ান টিম ম্যানেজমেন্টকে।




















