Sachin On Arjun Engagement: বিয়ে করতে চলেছেন অর্জুন, এবার ঘোষণা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের
Sachin Tendulkar: ছেলের বিয়ের খবর দিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজেই । মাস্টার ব্লাস্টার জানালেন, তাঁর ছেলে, অর্জুন তেন্ডুলকর বিয়ে করতে চলেছেন ।

মুম্বই: নতুন ইনিংস শুরু করতে চলেছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) । বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি । তাঁর বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে । এবার ছেলের বিয়ের খবর দিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজেই । মাস্টার ব্লাস্টার জানালেন, তাঁর ছেলে, অর্জুন তেন্ডুলকর বিয়ে করতে চলেছেন ।
কয়েক দিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে, অর্জুন মুম্বইয়ের ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সেরেছেন । এত দিন সচিন এবং তাঁর পরিবার এই বিষয়ে চুপ ছিলেন । এবার সচিন তেন্ডুলকর নিজেই রেডিটে 'Ask Me Anything' সেশনের সময় অর্জুন এবং সানিয়ার একসঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ।
অর্জুন কি বাগদান সেরেছেন?
সচিন তেন্ডুলকর সম্প্রতি রেডিটে 'Ask Me Anything' সেশন করেছিলেন, যেখানে ভক্তদের সুযোগ ছিল মাস্টার ব্লাস্টারের কাছে কিছু জিজ্ঞাসা করার । এরই মধ্যে এক ব্যবহারকারী জানতে চান যে, অর্জুন কি সত্যিই বাগদান সেরেছেন? এর জবাবে সচিন লেখেন, "হ্যাঁ, ও বাগদান করেছে এবং আমরা সবাই অর্জুনের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খুবই উৎসাহিত ।"
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অর্জুন এবং সানিয়ার বাগদান অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন । জানিয়ে রাখা যাক, সানিয়ার পরিবার খাদ্য প্রক্রিয়াকরণের জগতে বেশ বড় নাম । তাঁর পরিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারির মালিক । তাঁদের বাগদান ১৩ই অগাস্ট হয়েছিল, তবে কবে বিয়ে হবে সেই দিনক্ষণ এখনও জানা যায়নি ।
দিনকয়েক আগেই দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন । অর্জুনের বাগদত্তা সানিয়া মুম্বইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনী । তারা হসপিটালিটি এবং ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ।
সানিয়ার কথা বলতে গেলে, তিনি মি. পজ পেট স্পা অ্যান্ড স্টোরের ডিরেক্টর । অন্যদিকে অর্জুন তেন্ডুলকর গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন । তাঁর ১৭টি প্রথম-শ্রেণীর ম্যাচে অর্জুন এখন পর্যন্ত ৩৭টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩২ রানও করেছেন ।




















