Sara Tendulkar: হাতে ওটা কী? গোয়ায় সচিন-কন্যার ছবি ঘিরে জোর বিতর্ক, কী বলছেন নেটিজেনরা?
Sachin Tendulkar Daughter Sara: সচিনেরই কন্যা সারার হাতে দেখা গেল বিয়ারের বোতল। গোয়ার প্রকাশ্য রাস্তায়।

মুম্বই: তিনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তবে শত প্রলোভনেও কোনওদিন মদ বা অ্যালকোহল জাতীয় দ্রব্যের প্রচার করেননি। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সাফ জানিয়েছিলেন, তিনি কখনওই মদ বা অ্যালকোহলের বিজ্ঞাপন করবেন না।
সেই সচিনেরই কন্যা সারার (Sara Tendulkar) হাতে দেখা গেল বিয়ারের বোতল। গোয়ার প্রকাশ্য রাস্তায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার সারা।
ক্রিকেট থেকে অবসর নিলেও, সচিনের নাম সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সচিন তেন্ডুলকরকে নয়, বরং তাঁর মেয়ে সারা তেন্ডুলকরকে হাতে বিয়ারের বোতল নিয়ে দেখা যাচ্ছে। সারা তেন্ডুলকর লাগাতার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। জানা যাচ্ছে, সারা তাঁর বন্ধুদের সঙ্গে গোয়ায় নববর্ষ উদযাপন করতে গিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে সারা তেন্ডুলকরকে তাঁর কিছু বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে। এদের মধ্যে গোয়ার শিল্পী সিদ্ধার্থ কেলকার এবং সারার হবু বৌদি সানিয়া চন্দকও রয়েছেন।
হাতে বিয়ার, গোয়ায় ঘুরছেন সারা তেন্ডুলকর
সারা তেন্ডুলকর লাল রঙের পোশাক পরেছেন, কিন্তু মানুষের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে বিয়ারের বোতলটি। ভিডিওতে সারাকে হাতে বিয়ারের বোতল নিয়ে যেতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ সারার সমালোচনা করেছেন, আবার কিছু মানুষ তাঁর পক্ষ নিয়ে বলেছেন যে, তিনি নিজের ইচ্ছামতো ছুটির আনন্দ উপভোগ করতেই পারেন।
সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে এবং প্রায়শই তাঁর ভিডিও ভাইরাল হয়। কিন্তু একজন ব্যক্তি তাঁকে ট্রোল করে লিখেছেন যে, সচিন তেন্ডুলকর তাঁর কেরিয়ারে কখনও ধূমপান বা কোনও মদের ব্র্যান্ডের প্রচার করেননি, কিন্তু তাঁর মেয়ে সারা, গোয়ার রাস্তায় বিয়ারের বোতল নিয়ে ঘুরছেন!
Sachin Tendulkar : I will never promote alcohol and tobacco.
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) December 31, 2025
Le his daughter Sara on streets of Goa with 🥲:pic.twitter.com/zkDbfPHhsT
সারা, সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর এবং পিলাতেস অ্যান্ড ওয়েলনেস স্টুডিওর প্রতিষ্ঠাতা। তিনি লন্ডন থেকে নিউট্রিশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। সারা বিভিন্ন ব্র্যান্ড প্রোমোশন করে ভাল আয় করেন। যদিও অবাঞ্ছিত কারণে তিনি ফের সংবাদের শিরোনামে উঠে এসেছেন।
Sara Tendulkar chilling with a budwiser in Goa.#ShubmanGill #SaraTendulkar pic.twitter.com/QL8sATkFS2
— AuraFarmer (@TheCricPundit) December 31, 2025




















