Samit Dravid: বাপ কা বেটা! দ্রাবিড়-পুত্রকে নিয়ে উন্মাদনায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা, কেমন খেললেন সমিত?
Rahul Dravid: ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে মহারাজা ট্রফি টি-২০-তে নাম্মা শিবমোগ্গা (Namma Shivamogga) দলের বিরুদ্ধে মাইসুরু ওয়ারিয়র্সের (Mysuru Warriors) প্রতিনিধিত্ব করেন সমিত।
বেঙ্গালুরু: কিংবদন্তি বাবার সন্তান হওয়ার ঝক্কি যে কীরকম, রোহন গাওস্কর থেকে শুরু করে অভিষেক বচ্চন, অমিত কুমার থেকে শুরু করে অর্জুন তেন্ডুলকর, প্রত্যেকে হাড়ে হাড়ে জানেন। সেই তালিকায় কি ঢুকে পড়লেন সমিত দ্রাবিড়ও (Samit Dravid)?
পরিচয় করিয়ে দেওয়া যাক, সমিত কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও অধিনায়ক রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পুত্র। কর্নাটকের মহারাজা ট্রফি টি-২০-তে বৃহস্পতিবারই যাঁর অভিষেক হল। এবং প্রত্যেক মুহূর্তে তাঁর সঙ্গে তুলনা চলল কিংবদন্তি বাবার। ক্রিকেটপ্রেমীরা দ্রাবিড়ের সঙ্গে সমিতের তুলনা টানলেন বারবার।
১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে মহারাজা ট্রফি টি-২০-তে নাম্মা শিবমোগ্গা (Namma Shivamogga) দলের বিরুদ্ধে মাইসুরু ওয়ারিয়র্সের (Mysuru Warriors) প্রতিনিধিত্ব করেন সমিত।
তবে ম্যাচে দারুণ কিছু করতে পারেননি দ্রাবিড়-পুত্র। ব্যাট করতে নেমেছিলেন ৪ নম্বরে। মাত্র ৭ রান করে আউট হয়ে যান সমিত। তাঁর ইনিংসে ছিল মাত্র একটি বাউন্ডারি। তবু সমিতের ব্যাটিং দেখে অনেকে আবেগ গোপন করতে পারলেন না। কারণ, হাজার হোক স্কোরবোর্ডে ফের ভেসে উঠছে সেই বিখ্যাত পদবি। দ্রাবিড়। জুনিয়র দ্রাবিড়ের খেলা নিয়ে কৌতূহলী হয়ে পড়লেন সমস্ত ক্রিকেটপ্রেমীরা। সকলেই সিনিয়র দ্রাবিড়ের সঙ্গে তাঁর পুত্রের খেলার তুলনা শুরু করেন।
ম্যাচে বাদ সাধে বৃষ্টি। বিরূপ প্রকৃতির জন্য ম্যাচটি ভেস্তে যায়। তবে ভিজেডি পদ্ধতিতে জয় ছিনিয়ে নেয় সমিতের দল মাইসুরু ওয়ারিয়র্স।
সমিতের খেলা দেখে নেটিজেনদের একজন লেখেন, 'সমিত দ্রাবিড়কে প্রথম দেখে মনে হল, বাবার মতো কেতাদূরস্ত নয়। তবে ব্যাটের স্যুইং বেশ বড়। বাকি টুর্নামেন্টে কেমন খেলেন দেখার জন্য মুখিয়ে রয়েছি।'
Samit Dravid: Different roles, same intensity! 🔥💛#MysoreWarriors #GoWarriors #SamitDravid #Cricket #T20 #MaharajaTrophy 🏏 pic.twitter.com/aEoPYlzWWP
— Mysore Warriors (@mysore_warriors) August 9, 2024
আর একজন লিখেছেন, 'হায়! সমিত দ্রাবিড় মাত্র ৭ রান করে আউট হয়ে গেলেন। তবে ভাল খেলবেন। ওঁর শরীরী ভাষা দারুণ লেগেছে। দেখতেও ভাল লেগেছে।'
আরও পড়ুন: মেন উইল বি মেন, তাই না? আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মহম্মদ সিরাজ়