Sanath Jayasuria on Rohit: শানাকার বিরুদ্ধে মাঁকড় আউটের আপিল প্রত্যাহার করায় রোহিতকে প্রশংসায় ভরালেন জয়সূর্য
IND vs SL 1st ODI: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানের বিরাট ব্যবধানে ভারত প্রথম ওয়ান ডে জিতলেও ১০৮ রানের অপরাজিত ইনিংসে প্রভাবিত করেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানের বিরাট ব্যবধানে প্রথম ওয়ান ডে (IND vs SL 1st ODI) জিতে নিয়েছে ভারতীয় দল। তবে ফের একবার ভারতীয় দলের দাপুটে জয়েও কিন্তু ব্যাট হাতে নজর কেড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka)। নিজের কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে আন্তজার্তিক শতরান হাঁকান শানাকা। তিনি ১০৮ রানে অপরাজিত থাকেন। তবে শানাকার শতরান নিয়ে একসময় বিরাট প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল।
জয়সূর্যের বাহবা
৫০তম ওভারের দ্বিতীয় বলে ৯৮ রানে ব্যাট করা শানাকাকে মাঁকড় আউট করেন মহম্মদ শামি। রিপ্লেতে দেখা যায় শানাকা ক্রিজের বাইরে ছিলেন। কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma) শামির আপিল প্রত্যাহার করে নেন। ফলে শানাকা জীবনদান পান এবং নিজের শতরানও পূর্ণ করেন। রোহিতের এই আচরণই মন জিতেছে শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যর (Sanath Jayasuria)। সোশ্যাল মিডিয়ায় রোহিতের প্রশংসা করে জয়সূর্য লেখেন, 'রান আউটের আপিলটা প্রত্যাহার করায় রোহিত শর্মার খেলোয়াড়সুলভ মনোভাবই জয়ী হয়। আমি তোমার সামনে নিজের টুপি খুলতে বাধ্য হচ্ছি।'
The real winner was the sportsmanship of Rohit Sharma for refusing to take the run out. I doff my cap to you ! https://t.co/KhMV5n50Ob
— Sanath Jayasuriya (@Sanath07) January 10, 2023
এই বিষয়ে ম্যাচের পর কথা বলতে গিয়ে রোহিত জানান, 'শামি যে এমনটা করেছে, তা সত্যি বলতে আমি প্রথমে বুঝতেই পারিনি। শানাকা তখন ৯৮ রানে ব্যাট করছিলেন। আমরা ওঁকে ওই সময় এমনভাবে আউট করতে পারিনা। এটুকু ছাড় ওঁকে দিতেই হয়।'
ব়্যাঙ্কিংয়ে উন্নতি
শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ান ডেতে অনবদ্য শতরান হাঁকান বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শতরান হাতছাড়া করলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দুই সিনিয়র তারকা দুর্দান্ত ইনিংসের সুফল পেয়ে গেলেন। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) বিরাট ও রোহিত, উভয়েই উন্নতি করলেন। দুই তারকা ব্যাটারের পাশাপাশি ভারতীয় বোলার মহম্মদ সিরাজও ব়্যাঙ্কিংয়ে এগোলেন।
প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ রানের ইনিংস খেলেন বিরাট। এই ইনিংসের সুবাদেই সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই ধাপ উপরে উঠে এলেন কোহলি। আইসিসির বিচারে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় কোহলি বর্তমানে ছয় নম্বরে রয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালে নিজের শেষ ওয়ান ডে ইনিংসেও শতরান করেছিলেন 'কিংগ কোহলি'। রোহিতও ব্যাটারদের তালিকায় প্রথম দশে ছিলেনই। তিনি ৮৩ রানের ইনিংসের সুবাদে একধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিলেন।
শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডেতে পরাজিত হলেও, প্রতিকূল পরিস্থিতিতে অনবদ্য অপরাজিত শতরান করেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সেই ইনিংসের সুবাদেই এক ধাক্কায় ২০ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৬১ নম্বরে রয়েছেন দাসুন।
আরও পড়ুন: মেয়ের জন্মদিন কাটাতে মুম্বইয়ে কোহলি, বৃহস্পতিবার সকালে কলকাতায় পৌঁছেই নেমে পড়বেন ম্যাচে