Sri Lankan Cricket: কিংবদন্তির প্রত্যাবর্তন, শ্রীলঙ্কান ক্রিকেটে নতুন ভূমিকায় সনৎ জয়সূর্য
Sanath Jayasuriya: ১২ মাসের চুক্তিতে নতুন দায়িত্ব পেলেন সনৎ জয়সূর্য।
নয়াদিল্লি: দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। জিতেছেন বিশ্বকাপও। শ্রীলঙ্কা তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে সনৎ জয়সূর্যকে (Sanath Jayasuriya) গণ্য করা হয়। তিনি আবার শ্রীলঙ্কান ক্রিকেটে ফিরলেন। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে তাঁকে। শ্রীলঙ্কান দলের ক্রিকেট (Sri Lanka Cricket Team) পরামর্শদাতার ভূমিকায় নিযুক্ত হলেন জয়সূর্য। ১২ মাসের জন্য তাঁকে এই দায়িত্বে নিয়োগ করা হল।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বজয়ের পিছনে জয়সূর্যর বিরাট অবদান ছিল। ওয়ান ডে ক্রিকেটে ওপেনিংয়ে তাঁর শুরু থেকে আগ্রাসী ব্যাটিং সকলকেই মুগ্ধ করেছিল। সেই জয়সূর্যই এবার নতুন ভূমিকায় আবার ফিরলেন দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে। আগামী ১২ মাস শ্রীলঙ্কার ক্রিকেট প্রোগ্রামের অন্তর্গত ক্রিকেটার এবং কোচেদের পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে জয়সূর্যকে। মঙ্গলবার শ্রীলঙ্কান ক্রিকেটের তরফে এক বিবৃতিতে জয়সূর্যকে এই পদে নিয়োগ করার কথা জানানো হয়।
Sri Lanka Cricket wishes to announce the appointment of Mr. Sanath Jayasuriya as the full- time ‘Cricket Consultant,’ for a period of one year, with immediate effect.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) December 14, 2023
Under this role, Jayasuriya will be responsible for ensuring that SLC national programs achieve an optimum level… pic.twitter.com/nFN0W9dq1L
সেই বিবৃতিতে বলা হয়, 'এই ভূমিকায় জয়সূর্যর দায়িত্ব হবে যাতে শ্রীলঙ্কার জাতীয় প্রোগ্রামগুলি পেশাদারভাবে চলে এবং সকল খেলোয়াড় এবং কোচেদের সঠিকভাবে পর্যবেক্ষণ করা যাতে তাঁরা নিজেদের সেরাটা দিতে পারেন।' জাতীয় স্তরে প্রতিভাবান ক্রিকেটারদের জন্য না না অনুশীলন শিবির আয়োজন এবং তাদের উন্নতির বিষয়টাও জয়সূর্য দেখবেন বলে লঙ্কান বোর্ডের তরফে জানানো হয়েছে।
সাত নম্বর জার্সির অবসর!
ট্রফির নিরিখে ভারতীয় দলের সফলতম অধিনায়ক তিনি। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন সমস্ত আইসিসি ট্রফি। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় দলের সাত নম্বর জার্সিধারী সমর্থকদের কতই না স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। এবার তাঁর সেই ঐতিহাসিক সাত নম্বর জার্সিকেই চিরতরে তুলে রাখতে চলেছে বিসিসিআই। একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা সাত নম্বর জার্সি পরতে পারবেন না।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সি ইতিমধ্যেই তুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর অনুযায়ী, এরপরে দ্বিতীয় জার্সি হিসাবেই ধোনির সাত নম্বরকে তুলে রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ভারতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই?