Indian Cricket Team: ভারতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই?
MS Dhoni: সাত নম্বর জার্সি পরেই টিম ইন্ডিয়ার হয়ে মাঠ কাঁপাতেন মহেন্দ্র সিংহ ধোনি।
মুম্বই: ট্রফির নিরিখে ভারতীয় দলের সফলতম অধিনায়ক তিনি। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন সমস্ত আইসিসি ট্রফি। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় দলের সাত নম্বর জার্সিধারী সমর্থকদের কতই না স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। এবার তাঁর সেই ঐতিহাসিক সাত নম্বর জার্সিকেই চিরতরে তুলে রাখতে চলেছে বিসিসিআই। একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা সাত নম্বর জার্সি পরতে পারবেন না।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সি ইতিমধ্যেই তুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর অনুযায়ী, এরপরে দ্বিতীয় জার্সি হিসাবেই ধোনির সাত নম্বরকে তুলে রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান, 'তরুণ ক্রিকেটারদের পাশাপাশি বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদেরও সাত নম্বর জার্সি বাছাই না করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। খেলার প্রতি ওঁর অবদানের জন্য বিসিসিআই ওঁর টি-শার্টটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১০ নম্বর জার্সি আগেই তুলে রাখা হয়েছিল, এবার কোনও নতুন খেলোয়াড় সাত নম্বর জার্সিও আর বাছাই করতে পারবেন না।'
তিনি আরও যোগ করেন, 'বর্তমানে প্রায় ৬০টি জার্সি নম্বর ভারতীয় ক্রিকেট দলে যারা নিয়মিত খেলেন এবং যারা দৌড়ে রয়েছেন, তাঁদের জন্য বরাদ্দ রয়েছে। যদি কোনও ক্রিকেটার বছরখানেকও দলের বাইরে থাকেন, তাও তাঁর জার্সি নম্বর অন্য কাউকে দেওয়া হয় না। ফলে নতুন যারা অভিষেক ঘটাচ্ছেন, তাঁদের কাছে ৩০টি নম্বর থেকে বাছাই করার সুযোগ রয়েছে।'
কিন্তু ধোনি কেন সাত নম্বর জার্সি পরেই মাঠে নামেন? তিনি কেন সাত নম্বর জার্সিকে বেছে নিয়েছিলেন? অনেকেরই ধারণা ছিল যে সাত নম্বরটি ধোনি নিজের জন্য লাকি বলে করেন, সেই কারণেই তিনি সাত নম্বর জার্সি পরেন। তবে ধোনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে খারিজ করে দেন। তাঁর জন্মদিন ৭ জুলাই। একমাত্র সেই কারণেই ধোনি সাত নম্বর জার্সি বেছে নিয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এবার তাঁকে সম্মান জানাতেই আইকনিক এই জার্সিকে চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিল বোর্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।