T20 World Cup: বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে চুরমার, কী বললেন জেল থেকে ছাড়া পাওয়া ক্রিকেটার?
Sandeep Lamichhane: বাদ সাধল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। সন্দীপের ভিসার আবেদন খারিজ করে দেওয়া হল। ফলে নেপালের ক্রিকেটারের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।
কাঠমাণ্ডু: তাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশে জেলেও যেতে হয়েছিল। তবে উচ্চতর আদালতে আবেদন করেছিলেন সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane)। তাঁকে নির্দোষ বলে রায় শোনায় উচ্চ আদালত। জেল থেকে ছাড়া পান নেপালের ক্রিকেটার। তারপরই নেপাল ক্রিকেট সংস্থা জানিয়ে দেয় যে, আইসিসি ছাড়পত্র দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সন্দীপকে রাখা হবে।
তবে বাদ সাধল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। সন্দীপের ভিসার আবেদন খারিজ করে দেওয়া হল। ফলে নেপালের ক্রিকেটারের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।
বুধবার সন্দীপ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আবার একই কাজ করল আমেরিকার দূতাবাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে যাওয়ার ভিসা দেওয়া হল না। ২০১৯-এর মতো এ বারও প্রত্যাখ্যান করা হল। নেপাল ক্রিকেটের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আমি দুঃখিত।' অতীতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ার জন্যও তাঁকে ভিসা দেওয়া হয়নি।
And the @USEmbassyNepal did it again what they did back in 2019, they denied my Visa for the T-20 World Cup happening in USA and West Indies. Unfortunate. I am sorry to all the well wishers of Nepal Cricket. @USAmbNepal @CricketNep. https://t.co/xdBhaY6G91
— Sandeep Lamichhane (@Sandeep25) May 22, 2024
আইপিএলের পরপরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেপাল ক্রিকেট টিমকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যাবে। তাঁর আগে টিমের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। নেপালের লেগস্পিনারের বিরুদ্ধে ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ তুলেছিল। ওই মহিলার দাবি ছিল, এক হোটেলে সন্দীপের সঙ্গে দেখা করেছিলেন। নেপালের ক্রিকেটার সেই সময় তাঁকে ধর্ষণ করেছিলেন। এই অভিযোগের পর সন্দীপ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নির্বাসিত ছিলেন। জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন সন্দীপ লামিছানে। সম্প্রতি সেখানে উপযুক্ত প্রমাণের অভাবে সন্দীপ লামিছানেকে নির্দোষ ঘোষণা করা হয় ও মুক্ত করা হয়।
আরও পড়ুন: শুরু হয়ে গেল সুনীল ছেত্রীর শেষ ম্যাচের টিকিট বিক্রি, কোথা থেকে-কীভাবে কাটবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।