Sara Tendulkar: শুভমনদের খেলা দেখতে ব্রিসবেনে হাজির সারা তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি
Border-Gavaskar Trophy: ভারতের খেলা দেখতে সাতসকালে মাঠে হাজির হয়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে সমস্ত ক্যামেরা ঘুরে গেল তাঁর দিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই ছবি।
ব্রিসবেন: ভারতের খেলা দেখতে সাতসকালে মাঠে হাজির হয়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে সমস্ত ক্যামেরা ঘুরে গেল তাঁর দিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই ছবি।
হাজার হোক, তিনি কিংবদন্তির কন্যা। সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির হয়ে গেলেন সারা। আর সঙ্গে সঙ্গে মোবাইল ক্যামেরায় ধরার চেষ্টা চলল শুভমন গিলকে। যাঁর সঙ্গে সারার সম্পর্ক নিয়ে জল্পনা সর্বজনবিদিত।
ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা কার্যত পুরোটাই ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তবে বৃষ্টিবিঘ্নিত দিনেও মাঠে উজ্জ্বল সারা। গ্যালারিতে সারা তেন্ডুলকরের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে স্ট্যান্ডে তাঁর পাশে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান, হরভজন সিংহদের। বারবার মোবাইল সার্ফ করতে দেখা গিয়েছে সচিন-কন্যাকে।
Sara in the house guy’s 💥😍
— Alam (@GILLx77) December 14, 2024
ShubmanGill Century loading…..🤲🤞🏻#INDvsAUS https://t.co/okoRk9LQrC pic.twitter.com/oVLl9qP4fI
Sara Tendulkar Is There to Support Team India. pic.twitter.com/k7iUbTMsSG
— Ahmed Says (@AhmedGT_) December 14, 2024
মাঠে সারা থাকবেন, শুভমন থাকবে, আর সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা হবে না, এ যেন ভাবাই যায় না। অনেকেই সারার ছবির কমেন্ট সেকশনে লিখতে শুরু করে দেন, শুধু ভারতের খেলা দেখার জন্য নয়, শুভমন গিলকে সমর্থন করতেই ব্রিসবেনে মাঠে এসেছেন সারা।
আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক
কেউ আবার লিখেছেন, মাঠে সারা থাকা মানেই বাড়তি অনুপ্রেরণা পাবেন শুভমন। এবার তিনি সেঞ্চুরিও করতে পারেন। জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে, শুভমন গিল কি গ্যালারিতে বসা সারার দিকে দেখেছেন? শুভমন কতবার গ্যালারির দিকে চেয়ে দেখেছেন, সেই হিসেবও রাখা শুরু দেন ক্রিকেটপ্রেমীরা।
এদিকে, ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ট্র্যাভিস হেডের কথা কাটাকাটির পর পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। অ্যাডিলেড ছাড়িয়ে সেই ঘটনার আঁচ এসে পড়ল ব্রিসবেনেও। তৃতীয় টেস্টেও (IND vs AUS 3rd Test) স্ট্যান্ড থেকে মহম্মদ সিরাজের উদ্দেশে ধেয়ে এল প্রবল বিদ্রুপ।
আরও পড়ুন: স্কুলে গিয়েছেন চতুর্থ শ্রেণি পর্যন্ত, গুকেশের জন্য কাজ ছেড়ে দেন বাবা! যেন রূপকথার কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।