Buchi Babu Tournament: ব্যাট হাতে উপেক্ষার জবাব সরফরাজের, নুরউদ্দিনের ভাল বোলিং সত্ত্বেও হরিয়ানার বিরুদ্ধে চাপে বাংলা
Cricket News: সুভেদ পারকরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের ইনিংসের হাল ধরেন সরফরাজ । মারেন ১০টি চার ও হাফ ডজন ছক্কা । শেষ পর্যন্ত ১৩৮ রানে রিটায়ার্ড হার্ট হন ।

চেন্নাই: ভাল ছন্দে ছিলেন । তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হয়নি তাঁর । এশিয়া কাপেও তাঁকে হিসেবের মধ্যে ধরা হচ্ছে না । ব্যাট হাতেই সেই উপেক্ষার জবাব দিতে শুরু করলেন সরফরাজ খান (Sarfaraz Khan) । ঘরোয়া ক্রিকেটে ফের ঝোড়ো সেঞ্চুরি করলেন । যেন ‘বঞ্চনার’ জবাব দিয়ে রাখলেন ব্যাটেই ।
ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ ২-২ রেখে ফিরেছে ভারতীয় দল । মূল দলে জায়গা না হলেও ইন্ডিয়া এ দলের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন সরফরাজ খান । এবার বুচিবাবু টুর্নামেন্টেও দারুণ ছন্দে সরফরাজ । মুম্বইয়ের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে ১১৪ বলে ১৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ২৭ বছর বয়সী ব্যাটার । যিনি সম্প্রতি ওজন কমিয়ে আরও ফিট হয়েছেন ।
সোমবার সরফরাজ যখন ব্যাট করতে আসেন, তখন বেশ চাপে ছিল মুম্বই । ৯৮ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন দল । বড় রান পাননি সরফরাজের ভাই মুশির খানও । সেখান থেকে সুভেদ পারকরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের ইনিংসের হাল ধরেন সরফরাজ । মারেন ১০টি চার ও হাফ ডজন ছক্কা । শেষ পর্যন্ত ১৩৮ রানে রিটায়ার্ড হার্ট হন । প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান ।
At the close of play on Day 1, here are the innings summaries from the All India Buchi Babu Invitation Cricket Tournament 2025-26. 🏏#BuchiBabuTournament #TNCricket #TamilNaduCricket #TNCA pic.twitter.com/yWQWnLSC9b
— TNCA (@TNCACricket) August 18, 2025
নুরউদ্দিনের ভাল বোলিং সত্ত্বেও রানের পাহাড়ে হরিয়ানা
বুচিবাবু আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে (All India Buchi Babu Invitational Cricket Tournament in Chennai) হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনই ৩ উইকেট নিলেন বাংলার বোলার নুরউদ্দিন মণ্ডল (Nuruddin Mondal) । ৭০ রান খরচ করে ৩ উইকেট তুলে নিলেন তিনি । তবু প্রথম দিন ৯০ ওভারের শেষে হরিয়ানা রানের পাহাড়ে । ৯০ ওভারে হরিয়ানা তুলল ৪১৫/৯ । ওয়ান ডে ক্রিকেটের ধাঁচে ব্যাটিং করে ওভার প্রতি প্রায় সাড়ে চার রান করে তুলল হরিয়ানা ।
নুরউদ্দিন ছাড়া উইকেট পেয়েছেন রাহুল প্রসাদ (২-৭৩), বিকাশ সিংহ (২-১২১) ও সূরয সিন্ধু জয়সওয়াল (১-৮৯) । হরিয়ানার হয়ে জোড়া সেঞ্চুরি হল সোমবার । করলেন যশবর্ধন দালাল (১২০ রান) ও হিমাংশু রানা (১০০ রান) ।




















