Viral: সেই একই বোলিং অ্যাকশন, সেই একই রান আপ, এ তো অবিকল বুমরা! কে এই ভাইরাল স্কুলছাত্রী?
Jasprit Bumrah And Viral Girl: অনেকেই তাঁর অ্য়াকশন কপি করার চেষ্টা করেন। কিন্তু হুবহু নকল করা খুবই কঠিন বুমরার বোলিং। কিন্তু এবার সোশ্য়াল মিডিয়ায় এক ভাইরাল ক্লিপ ছড়িয়েছে ব্যাপকভাবে।
নয়াদিল্লি: বিশ্বের অন্য়তম সেরা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের সেরা বোলিং অ্য়াটাকের প্রধান মুখ। নিজের পারফরম্য়ান্স তো অবশ্যই এমনকী বুমরার বোলিং অ্যাকশনও সবার কাছে একটা আগ্রহের বিষয়। একেবারে ভিন্ন একরকম অ্যাকশনের জন্য বিখ্যাত বুমরা। অনেকেই তাঁর অ্য়াকশন কপি করার চেষ্টা করেন। কিন্তু হুবহু নকল করা খুবই কঠিন বুমরার বোলিং। কিন্তু এবার সোশ্য়াল মিডিয়ায় এক ভাইরাল ক্লিপ ছড়িয়েছে ব্যাপকভাবে। সেখানে দেখা যাচ্ছে এক ছোট্ট স্কুলছাত্রীকে। যে পুরো অবিকল বুমরার মত অ্যাকশন ও রান আপে বল করছে।
অনেকেই সোশ্য়াল মিডিয়ায় ক্লিপটি দেখার পর এই স্কুলছাত্রীকে 'লেডি বুমরাহ' বলে সম্বোধন করছেন। বুমরাহের অ্যাকশন কপি করা খুবই কঠিন কারণ ভারতীয় পেসারের অ্যাকশন একেবারেই আলাদা। তবে, স্কুল ইউনিফর্মে বোলিং করা এই মেয়েটি বুমরাহের অ্যাকশন খুব ভালভাবে নকল করেছে। শুধু অ্যাকশন নয়, নেটে দুর্দান্ত বোলিংও করেছেন স্কুলছাত্রী। অ্যাকশন ছাড়াও, স্কুল গার্লের রান আপও বুমরাহের মতোই ছিল। ক্লিপে দেখা যাচ্ছে যে স্কুলছাত্রীর বল খেলতেও পারছেন না নেটে থাকা সেই ব্য়াটার।
The Impact and Influence of Jasprit Bumrah.🫡
— Tanuj Singh (@ImTanujSingh) August 17, 2024
- A young girl bowling in the Jasprit Bumrah's action. 👏pic.twitter.com/zRTu8mZvIJ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলের অন্যতম মুখ ছিলেন যশপ্রীত বুমরা। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই কয়েক বছরের দেশের তিন ফর্ম্য়াটের ক্রিকেটেই বোলিং বিভাগের সবচেয়ে উজ্জ্বল মুখ হয়ে উঠেছেন বুমরা। ডানহাতি এই পেসার এখনও পর্যন্ত ৩৬টি টেস্ট, ৮৯টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে বুমরাহ নিয়েছেন ১৫৯ উইকেট। এর বাইরে ওয়ানডে তে ১৪৯ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ছোটবেলায় ক্রিকেটের প্রতি ভালবাসা জন্মানোর বিষয়ে এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন বুমরা। ছোটবেলার কথা বলতে গিয়ে বুমরা বলছেন, ''আমি খুব বেশি নিয়মিত প্রশিক্ষণ পাইনি এবং আমার মাও চাননি যে আমি দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ক্রিকেট খেলি, কারণ তিনি ভেবেছিলেন আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারব না। তাই শেখার একমাত্র উপায় টেলিভিশনের মাধ্যম ছিল।'' নিজের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়েও মুখ খুললেন বুমরা। ডানহাতি পেসার বলছেন, ''ছোটবেলায় যখনই কোনও বোলার উইকেট নিতেন, আমি তাঁকে অনুকরণ করার চেষ্টা করতাম কারণ আমার নিজস্ব কোনো বিশেষ বোলিং অ্যাকশন ছিল না। এভাবে বিভিন্ন অ্যাকশন কপি করে আমি আমার নিজস্ব স্টাইল তৈরি করেছিলাম, এটি একটি অনন্য স্টাইল হয়ে ওঠে পরে।''