Womens World Cup: বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন, প্রতিকা চোট পাওয়ায় সেই শেফালিকেই দলে ফেরাল ভারত
Indian Cricket Team: বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি শেফালি বর্মাকে প্রতিকা রাওয়ালের পরিবর্তে টিম ইন্ডিয়ায় আনার আবেদন মঞ্জুর করেছে ।

মুম্বই: মহিলা বিশ্বকাপের নক আউট পর্বের আগে বড় ধাক্কা খেল ভারত । প্রতিকা রাওয়াল (Pratika Rawal) চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন । শেফালি বর্মাকে (Shefali Verma) তাঁর পরিবর্ত হিসেবে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়েছে । বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি শেফালি বর্মাকে প্রতিকা রাওয়ালের পরিবর্তে টিম ইন্ডিয়ায় আনার আবেদন মঞ্জুর করেছে । উল্লেখ্য, ভারতের সেমিফাইনাল ম্যাচ ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার (India vs Australia) সঙ্গে অনুষ্ঠিত হবে ।
প্রতিকা রাওয়াল দারুণ ফর্মে ছিলেন, এমন পরিস্থিতিতে তাঁর অভাব পূরণ করা শেফালি বর্মার জন্য সহজ হবে না । আসলে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় প্রতিকার পা পিছলে গিয়েছিল এবং পা মচকানোর কারণে তাঁর হাঁটু এবং গোড়ালিতে চোট লেগেছিল । এই কারণে তিনি ফিল্ডিং করতে ফিরে আসেননি এবং ব্যাটিংও করেননি । তাঁর পরিবর্তে আমনজ্যোৎ কৌর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্মৃতি মন্ধানার সঙ্গে ইনিংস শুরু করেছিলেন । যদিও বৃষ্টির কারণে ম্যাচটি সম্পূর্ণ হয়নি ।
আহত হওয়ার আগে প্রতিকা বিশ্বকাপের ৭ ইনিংসে ৫১-এর বেশি গড়ে ৩০৮ রান করেছিলেন । অন্যদিকে, শেফালি বর্মা খারাপ ফর্মের কারণে বিশ্বকাপ দলে জায়গা পাননি । এবার সেমিফাইনালে তাঁর কাছে সুযোগ থাকবে বড় ইনিংস খেলে দলে নিজের জায়গা পাকা করার ।
শেফালি ফিরে পেলেন ফর্ম
বিশ্বকাপের আগে ইন্ডিয়া এ-এর হয়ে খেলার সময় শেফালি বর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৯ বলে ৭০ রানের একটি ইনিংস খেলেছিলেন । শেফালি বর্তমানে সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটারও । এই টুর্নামেন্টে তিনি ৫৬.৮৩ গড়ে ৩৪১ রান করেছেন এবং ১৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ।
🚨 UPDATE#TeamIndia all-rounder Pratika Rawal sustained an injury to her knee and ankle while fielding in the 1st innings against Bangladesh. The BCCI Medical Team is closely monitoring her progress.#WomenInBlue | #CWC25 | #INDvBAN pic.twitter.com/JDocwJEF9A
— BCCI Women (@BCCIWomen) October 26, 2025




















