Shakib Al Hasan: দেশের হয়ে খেলবেন না, শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগকেই প্রাধান্য দিলেন শাকিব
Shakib Al Hasan Contro: দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে দেশেই ঢুকতে পারেননি তারকা অলরাউন্ডার। মার্কিন মুলুকেই স্ত্রী ও পরিবারকে নিয়ে ছিলেন।
ঢাকা: আদৌ দেশের জার্সিতে আর কোনওদিন খেলা হবে শাকিব আল হাসানের? বাংলাদেশের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডারের ক্রিকেট কেরিয়ারের শেষটা কি আদৌ সুন্দর হবে? সম্ভাবনা কিন্তু বেশ ক্ষীণ। বলা ভাল একেবারেই ভাল হয়। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়নি। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ।
দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে দেশেই ঢুকতে পারেননি তারকা অলরাউন্ডার। মার্কিন মুলুকেই স্ত্রী ও পরিবারকে নিয়ে ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও দলে ছিলেন না। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও তাঁকে দলে রাখা হল না। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে এটাই বাংলাদেশের শেষ বড় কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ। কিন্তু তাতেও তিনি নেই। মোটমুটি যা বােঝা যাচ্ছে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শাকিবকে ছাড়াই দল ভাবছে বিসিবি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্য়ে ওয়ান ডে সিরিজ চলাকালিন শাকিব শ্রীলঙ্কা টি-টেন লিগ খেলতে ব্যস্ত থাকবেন। এই মুহূর্তে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন শাকিব। বিসিবির এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছেন, ''শাকিব এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত মানসিকতায় নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট কখনওই এক রকম নয়।'' বিসিবি আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় কুঁচকির চোট সারিয়ে সুস্থ হয়ে উঠবেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে ৪৪টি ম্য়াচ খেলে ২১ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। শেষবার ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ, তখন তিন ম্য়াচের সিরিজে প্রতিপক্ষকে ক্লিনস্যুইপ করেছিল তারা। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালের পর থেকে এখনও পর্যন্ত একটিও ওয়ান ডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
শাকিবকে নিয়ে এমনিতে বিতর্কের শেষ নেই। কিছুদিন আগেই শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এবার প্রশ্ন তোলা হয়েছিল। কেরিয়ারের শেষ লগ্নে এসে বাঁহাতি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় হতবাক সকলেই। ঘটনাটি গত সেপ্টেম্বর মাসের। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশ তারকার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার। তাই তাঁর বোলিং অ্যাকশন খতিয়ে ও খুঁটিয়ে পর্যবেক্ষণের জন্য তাঁকে পরীক্ষা দিতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও জানা গিয়েছে, বোলিং করা থেকে এখনও নিষিদ্ধ করা হয়নি শাকিবকে।