Shanon Gabriel Retirement: ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ক্যারিবিয়ান পেসার
Shanon Gabriel: তার মধ্যে বেশিরভাগ ম্য়াচই খেলেছেন গ্যাব্রিয়েল টেস্ট ফর্ম্য়াটে। তুলনায় ওয়ান ডে কেরিয়ার বেশি দীর্ঘায়িত হয়নি গ্যাব্রিয়েলের।
বার্বাডোজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্যানন গ্য়াব্রিয়েল (Shannon Gabriel Retirement)। ৩৬ বছরের ক্যারিবিয়ান পেসার বৃহস্পতিবার নিজের সোশ্য়াল মিডিয়ায় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ক্যারিবিয়ান পেসার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮৬টি ম্য়াচ খেলেছেন। তার মধ্যে বেশিরভাগ ম্য়াচই খেলেছেন গ্যাব্রিয়েল টেস্ট ফর্ম্য়াটে। তুলনায় ওয়ান ডে কেরিয়ার বেশি দীর্ঘায়িত হয়নি গ্যাব্রিয়েলের। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে মাত্র ২টো ম্য়াচই খেলেছেন এই ডানহাতি পেসার।
বৃহস্পতিবার নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করা পোস্ট করেছেন গ্যাব্রিয়েল। তিনি লিখেছেন, ''গত ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। নিজের পছন্দের খেলার সর্বোচ্চ মঞ্চে পারফর্ম করেছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছিলাম। এটাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে কথায় আছে, সব ভাল জিনিসের একটা শেষ থাকে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি।'' নিজের পোস্টে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড, জাতীয় দলের কোচ, সাপোর্ট স্টাফ, সমর্থকদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন গ্যাব্রিয়েল। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ক্যারিবিয়ান পেসার।
View this post on Instagram
২০১২ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্টের আঙিনায় খেলতে নামেন শ্যানন গ্যাব্রিয়েল। সেটি ছিল গ্যাব্রিয়েলের প্রথম আন্তর্জাতিক ম্য়াচ। টেস্ট ক্রিকেটে ৫৯ ম্য়াচে ১৬৬ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান পেসার। প্রতিপক্ষ দেশগুলোর মধ্যে সর্বাধিক ৩৭ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে।২০১২ সালের ১৭ মে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন শ্যানন।
২০১৬ সালে ওয়ান ডে অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এছাড়া ২০১৩ সালে ৩ মার্চ জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গ্যাব্রিয়েলের। উল্লেখ্য, শেষবার গ্যাব্রিয়েলকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্য়াচে। ২০২৩ সালের জুলাইয়ে পোর্ট অফ স্পেনে ভারতের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্টে খেলতে নেমেছিলেন গ্যাব্রিয়েল। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক টেস্টে ৬২ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। সেই ম্য়াচে মোট ১৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার। যা ছিল ক্যারিবিয়ান পেসারদের মধ্যে চতুর্থ সেরা স্পেল।